সরকারি দফতরে নিষিদ্ধ জিনস, টি-শার্ট, জারি নির্দেশিকা
Last Updated:
#জয়পুর: সরকারি অফিসে রীতিমতো সার্কুলার জারি করে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল জিনস ও টি-শার্টের মতো পোশাককে। এমনই অদ্ভুত নিয়ম চালু হল বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে।
সম্প্রতি রাজস্থানের শ্রম দফতর হুলিয়া জারি করে জানিয়েছে, জিনস ও টি-শার্টের মতো অশালীন পোশাক পরে অফিসে আসা যাবে না। কর্মীদের ফর্ম্যাল প্যান্ট ও শার্ট পরেই অফিসে আসতে হবে। শ্রম মন্ত্রকের তরফে এহেন নির্দেশিকার পক্ষে সওয়াল করে শ্রম কমিশনার গিরিরাজ সিং কুশওয়া বলেছেন, কিছু কর্মচারীর পোশাকের অশোভন রুচি অফিসে কাজের পরিবেশ নষ্ট করে তাই দফতরের মান-সম্মান ও কর্ম সংস্কৃতি বজায় রাখতে রাজ্য সরকারের তরফে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন
advertisement
তবে এহেন পোশাক বিধি সরকারি অফিসে চালু করার তীব্র প্রতিবাদ জানিয়েছে কর্মচারী সংগঠন। তাদের মতে জোর করে পোশাক বিধি চাপিয়ে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রাজ্য সরকার। তবে কর্মীদের তরফে সেরকম কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2018 8:41 PM IST