‘এক্সিট পোল নিয়ে হতাশ হবেন না, নিজের দলের উপর আস্থা রাখুন’: রাহুল
Last Updated:
#নয়াদিল্লি: জাল এক্সিট পোল রেজাল্টে বিশ্বাস করে হতাশ হয়ে পড়বেন না ৷ নিজের সঙ্গে সঙ্গে দলের উপরও আস্থা রাখুন ৷ গণনা শুরুর ২৪ ঘণ্টা আগে কংগ্রেস কর্মীদের উদ্দেশে সভাপতি রাহুল গান্ধির বার্তা ৷ ১৯ তারিখ একাধিক এক্সিট পোলে-এর ফল অনুযায়ী এবার সারা দেশে পঞ্চাশ আসনও পাচ্ছে না কংগ্রেস ৷
দিল্লির মসনদে বসবে কে উত্তর জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার ৷ বুথ ফেরত সমীক্ষার ফলাফল মানলে ফের সরকার গড়তে চলেছে এনডিএ ৷ গণনা শুরু ২৪ ঘণ্টা আগে দলের কর্মীদের বিশেষ বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ রাহুলের ৷
ট্যুইটে তিনি লেখেন, ‘আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ ৷ ভয় পাবেন না, সতর্ক থাকুন ৷ আপনারা সত্যের জন্য লড়ছেন ৷ উদ্দেশ্যপ্রণোদিত পোল ৷ এক্সিট পোলে হতাশ হবেন না ৷ নিজের ও দলের উপর আস্থা রাখুন ৷ আপনাদের পরিশ্রম বিফলে যাবে না ৷ জয় হিন্দ ৷’
advertisement
advertisement
এর আগে কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা সোমবারই পার্টি কার্যকর্তাদের আহবান করে এক্সিট পোলের ফলাফলে মন দিতে বারণ করেন ৷ বদলে স্ট্রংরুম ও গণনা কেন্দ্রে পাহারা আরও জোরদার করতে ৷ প্রিয়াঙ্কা দলের কর্মীদের বলেন, বিরোধীদের আত্মবিশ্বাস ভেঙে ফেলতে এ সমস্তই শাসকের ষড়যন্ত্র ৷ গুজবে কান না দিয়ে সাবধান এবং সতর্ক থাকার পরামর্শ দেন মিসেস বঢ়রা ৷
advertisement
कांग्रेस पार्टी के प्रिय कार्यकर्ताओं ,
अगले 24 घंटे महत्वपूर्ण हैं। सतर्क और चौकन्ना रहें। डरे नहीं। आप सत्य के लिए लड़ रहे हैं । फर्जी एग्जिट पोल के दुष्प्रचार से निराश न हो। खुद पर और कांग्रेस पार्टी पर विश्वास रखें, आपकी मेहनत बेकार नहीं जाएगी। जय हिन्द। राहुल गांधी — Rahul Gandhi (@RahulGandhi) May 22, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2019 3:11 PM IST