চড়া দামে গাধার দুধ-মাংস বিক্রির হিড়িক, কারণ শুনলে চমকে যাবেন! অন্ধ্রপ্রদেশে চাঞ্চল্য

Last Updated:

পাচার হওয়ার আগে উদ্ধার করা গিয়েছে ৩৬টি গাধাকেও। তদন্তকারীদের দাবি, ওই এলাকায় গাধার মাংস ও দুধ নিয়ে মানুষের মনে কুসংস্কার রয়েছে।

গাধার দুধ-মাংস বিক্রির হিড়িক (ফাইল ছবি)
গাধার দুধ-মাংস বিক্রির হিড়িক (ফাইল ছবি)
#গুন্টুর: বেআইনি ভাবে গাধা ও গাধার মাংস পাচারের মারাত্মক অভিযোগ। অন্ধ্রপ্রদেশের গুন্টুর ও প্রকাশম জেলায় এনজিএ পেটা ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় সাড়ে সাতশ কিলোগ্রাম মাংস। পাচার হওয়ার আগে উদ্ধার করা গিয়েছে ৩৬টি গাধাকেও। তদন্তকারীদের দাবি, ওই এলাকায় গাধার মাংস ও দুধ নিয়ে মানুষের মনে কুসংস্কার রয়েছে। অনেকেই মনে করেন, গাধার মাংস, রক্ত, দুধে রোগের উপশম হয়।
পেটা (পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস)-র সদস্য গোপাল সুরাবাথুলা নিউজ ১৮-কে জানিয়েছেন, গুন্টুর-প্রকাশম ও সংলগ্ন এলাকায় মানুষের কুসংস্কার, গাধার মাংস ও দুধ খেলে লোহার মতো শক্তিশালী শরীর তৈরি হয়। তিনি জানান, এই কুংস্কারের ফাঁদেই গাধার মাংসের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে। প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজিতে গাধার মাংস বিক্রি হচ্ছে।'
advertisement
আরও পড়ুন: জানা গেল সেই 'গার্লফ্রেন্ডের' পরিচয়, শ্রদ্ধাকে ৩৫ টুকরো করার পর তাঁকেই ফ্ল্যাটে ডাকত আফতাব!
গাধার মাংস বিক্রি ও পাচার আইনত অপরাধ। অনেকেই আবার বিভিন্ন রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশে গাধা পাচার করছেন। তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। পেটা (পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস)-র সদস্য গোপাল সুরাবাথুলা আরও জানান, অনেকেই আবার মনে করেন, গাধার দুধ খেলে শ্বাসকষ্টের মতো কঠিন রোগ নিরাময় হয়। এই দুধ ১০ হাজার টাকা প্রতি লিটারে বিক্রি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: 'সন্ত্রাস আর উচ্ছৃঙ্খলতার আরেক নাম বাম-কংগ্রেস', তীব্র আক্রমণ মানিক সাহার
তিনি সাফ জানান, বিজ্ঞানসম্মত ভাবে গাধার দুধ, মাংস ও রক্তের কোনও চিকিৎসাজনিত লাভ নেই। তাঁর দাবি, এই অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বলি হয়ে গত এক দশকে গাধার সংখ্যা প্রবল ভাবে কমতে শুরু করেছে। পেটা-র তরফে তিনি এই অপরাধকে বন্ধ করার আর্জি জানিয়েছেন সাধারণ মানুষ ও সরকারের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চড়া দামে গাধার দুধ-মাংস বিক্রির হিড়িক, কারণ শুনলে চমকে যাবেন! অন্ধ্রপ্রদেশে চাঞ্চল্য
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement