২৭ বছর পর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ডগ স্কোয়ার্ড

Last Updated:

প্রায় তিনদশক পর দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল তারা ৷ দেশকে রক্ষার কাজে নিযুক্ত অসমসাহসী এই ব্রিগেডের অবদান অতুলনীয় ৷ ভারতীয় সেনার ছায়ার মতো তারাও যেকোনও বিপদে দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে তারা ৷ তারা আর কেউ নয়, ভারতীয় সেনা কুকুর ৷ দেশের নিরাপত্তায় যাদের অবদান কোনও অংশে কম নয় ৷

#নয়াদিল্লি: প্রায় তিনদশক পর দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল তারা ৷ দেশকে রক্ষার কাজে নিযুক্ত অসমসাহসী এই ব্রিগেডের অবদান অতুলনীয় ৷ ভারতীয় সেনার ছায়ার মতো তারাও যেকোনও বিপদে দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে তারা ৷ তারা আর কেউ নয়, ভারতীয় সেনা কুকুর ৷ দেশের নিরাপত্তায় যাদের অবদান কোনও অংশে কম নয় ৷
Republic day dog squad
২৬ বছর পর দিল্লির রাজপথে বীর ভারতীয় সেনানীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটল দেশের নিরাপত্তায় নিযুক্ত ৩৬ জন সারমেয় ৷ এই ৩৬ জন বীর সারমেয় প্রতিনিধিত্ব করলেন আর্মির রিমাউন্ট অ্যান্ড ভেটেরিনারি কর্পসের মোট ১২০০ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের ৷ জাতে ল্যাব্রাডর এবং জার্মান শেফার্ড এই কুকুরগুলি মাইন, লুকোনো বিস্ফোরক বা বোমা খুঁজে বের করতে সাহায্য করে৷ ১২ সপ্তাহের কঠোর ট্রেনিং-এর পর মেরিটের ভিত্তিতে সেরা ৩৬ জনকে বেছে নেওয়া হয় প্যারেডে হাঁটার জন্য ৷ ৬৭তম প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে সেনাবাহিনীর এই ‘সাইলেন্ট ওয়ারিয়ার্স’-দের দৃপ্ত উপস্থিতি গর্বিত করেছে আর্মির রিমাউন্ট অ্যান্ড ভেটেরিনারি কর্পসকে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
২৭ বছর পর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ডগ স্কোয়ার্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement