আহতের কাটা পা-কেই বালিশ বানাল হাসপাতাল !

Last Updated:

শিরোনাম পড়ে নিশ্চয়ই হতবাক হচ্ছেন ! ভাবছেন এমনটাও আবার হয় নাকি ৷ কাটা পা দিয়ে বালিশ !

#লখনউ: শিরোনাম পড়ে নিশ্চয়ই হতবাক হচ্ছেন ! ভাবছেন এমনটাও আবার হয় নাকি ৷ কাটা পা দিয়ে বালিশ ! ব্যাপারটা নিয়ে তীব্র জল্পনা-কল্পনা করার আগে জানিয়ে রাখা ভালো, উত্তর প্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে এমনটাই উঠল অভিযোগ ৷ গুরুতর জখম এক ব্যক্তির পা কেটে বাদ দেওয়ার পর সেই কাটা পা-কেই তাঁর মাথার বালিশ করল সরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালেও বিরুদ্ধে ৷
খবর অনুযায়ী, শনিবার একটি গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে হাসাপাতালে চিকিৎসার জন্য আসেন ঘনশ্যাম নামে এক ব্যক্তি ৷ তিনি একটি স্কুল বাসের হেল্পার হিসেবে কাজ করতেন ৷ ওই দিন সকালে ওই বাসটি একটি ট্রাকের ধাক্কায় উলটে যায় ৷ আহত হয় ২৫ জন স্কুল পড়়ুয়াও ৷ তবে গুরুতর আহত হন ঘনশ্যাম ৷ ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁ পাটি ৷ চিকিত্সকরা তড়িঘড়ি অস্ত্রোপচার করে পা বাদ দিয়ে দেন। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু সমস্যা দেখা দেয় রোগীর মাথার বালিশ নিয়ে। হাতের কাছে বালিশ না থাকায় ঘনশ্যামের কাটা পা-কেই তাঁর মাথার নীচে বালিশ হিসাবে গুঁজে দেন চিকিত্সকরা! গোটা ঘটনায় হতবাক সবাই ৷ একটি সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
আহতের কাটা পা-কেই বালিশ বানাল হাসপাতাল !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement