রোগীকে সংজ্ঞাহীন করে চা খেতে গেলেন চিকিৎসক, থেমে থাকল অস্ত্রোপচার! নাগপুরে আজব কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রশাসনের কর্তাদের দাবি, ওই শিবিরে যে আটটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, সবকটিই সফল হয়েছে৷
নাগপুর: অস্ত্রোপচােরর জন্য রোগীকে সংজ্ঞাহীন করলেন চিকিৎসক৷ তার পরেই হঠাৎ করে উধাও হয়ে গেলেন তিনি৷ শেষ পর্যন্ত প্রায় ঘণ্টা চারেক পর সেই চিকিৎসককে কার্যত ধরে বেঁধে আনার পর তিনি অস্ত্রোপচার রোগীদের অস্ত্রোপচার শেষ করলেন৷ এমনই আজব ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে খাট গ্রামে৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন৷
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, খাট গ্রামের একটি জন্ম নিয়ন্ত্রণ ক্যাম্পে এই ঘটনা ঘটেছে৷ গত ৩ নভেম্বর ওই শিবিরে মোট সাতজন মহিলা এবং একজন পুরুষের জন্ম নিয়ন্ত্রণের জন্য অস্ত্রোপচার করার কথা ছিল৷ অভিযুক্ত চিকিৎসক খাট গ্রাম থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের একটি গ্রামীণ হাসপাতালের সঙ্গে যুক্ত৷
ডক্টর ভালাভি নামে ওই চিকিৎসক অস্ত্রোপচারের জন্য চার জন মহিলাকে একসঙ্গে অস্ত্রোপচার করার জন্য সংজ্ঞাহীন করেন৷ এর পরেই শিবিরের দায়িত্বে থাকা সরকারি কর্মীদের কাছে চা চান তিনি৷ কিন্তু প্রত্যন্ত গ্রামের ওই শিবিরে চায়ের ব্যবস্থা না থাকায় সেখান থেকে বেরিয়ে যান ওই চিকিৎসক৷ এর পরে আর ফেরেননি তিনি৷
advertisement
advertisement
আরও পড়ুন:‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত…’ ইডি অফিস থেকে বেরিয়ে সরব অভিষেক
এ দিকে চিকিৎসক না ফেরায় ওই চার মহিলা রোগীও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকেন৷ ওই প্রতিবেদন অনুযায়ী, রোগীদের অস্ত্রোপচারের মাঝখানে ফেলে রেখে অভিযুক্ত চিকিৎসক প্রায় ৫০ কিলোমিটার দূরে গ্রামীণ হাসপাতালে ফিরে আসেন৷ দীর্ঘক্ষণ চিকিৎসক না ফেরায় গ্রামবাসীরা জেলা প্রশা়সনের কর্তাদের বিষয়টি জানান৷ এর পরেই শুরু হয় ওই চিকিৎসকের খোঁজ৷ শেষ পর্যন্ত প্রশাসনিক হস্থক্ষেপে সন্ধে সাতটা নাগাদ ওই চিকিৎসক খাট গ্রামের স্বাস্থ্য শিবিরে ফেরেন৷ তখন হাঁফ ছেড়ে বাঁচেন রোগী এবং তাঁদের আত্মীয়রা৷
advertisement
জেলা প্রশাসনের কর্তারা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন৷ তবে প্রশাসনের কর্তাদের দাবি, ওই শিবিরে যে আটটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, সবকটিই সফল হয়েছে৷ তবে এই ঘটনায় জেলা স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
তবে সরকারি ভাবে কেউ মুখ না খুললেও স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ওই চিিকৎসক ডায়াবেিটসের রোগী৷ সকাল থেকে চারটি অস্ত্রোপচার করার পর শারীরিক অস্বস্তি দেখা দেওয়ায় চা খেতে চান তিনি৷ কিন্তু ওই শিবিরে চায়ের ব্যবস্থা ছিল না৷ সম্ভবত রক্তের ব্লাড সুগারের মাত্রা কমে গিয়েই ওই চিকিৎসকের সমস্যা দেখা দেয় বলে দাবি করেছেন স্বাস্থ্য দফতরের ওই কর্তা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2023 7:50 PM IST