Nurse Assaulted By Doctor:ক্লিনিকের মধ্যেই নার্সকে ধর্ষণ! চিকিৎসক-সহ গ্রেফতার ৩, ফের নৃশংসতার নজির দেশে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
আবারও ধর্ষণ! আরজি কর কাণ্ডের ভয়াবহতার মাঝে বিভিন্ন রাজ্য থেকে একের পর এক নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে। রবিবারও মর্মান্তিক ঘটনার নজির মিলল উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক প্রাইভেট ক্লিনিকে।
উত্তরপ্রদেশ, মোরাদাবাদ: আবারও ধর্ষণ! আরজি কর কাণ্ডের ভয়াবহতার মাঝে বিভিন্ন রাজ্য থেকে একের পর এক নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে। রবিবারও মর্মান্তিক ঘটনার নজির মিলল উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক প্রাইভেট ক্লিনিকে। সেখানে এক নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
যে ক্লিনিকে তাঁকে ধর্ষণ করা হয়েছে, সেই ক্লিনিকে কাজ করেন নিগৃহীতা নার্স। অভিযোগ, ক্লিনিকের চিকিৎসক শাহনাওয়াজ ওই নার্সকে ধর্ষণ করেন। ধর্ষণে অভিযুক্ত আরও একজনের নাম জুনায়েদ। অভিযোগ উঠেছে মেহনাওাজ নামে এক মহিলারও বিরুদ্ধেও। ধর্ষিতার বাবার কথায় ক্লিনিকটির খোঁজ মেলে। মোরাদাবাদের গ্রামীণ এসপি সন্দীপ কুমার মীনা বলেছেন, “১৮ আগস্ট মোরাদাবাদের ঠাকুরদ্বারা থানা এলাকায় একটি অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগকারী বলেছেন যে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে…।”
advertisement
advertisement
#WATCH | Moradabad, UP: On the rape of a nurse by a doctor of a private hospital, Moradabad Rural SP Sandeep Kumar Meena says, “On August 18, a complaint was received in Thakurdwara police station area, the complainant said that his daughter was raped by the doctor of the clinic… pic.twitter.com/6zxuPMpiLl
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 19, 2024
advertisement
সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিএনএস এবং এসসি/এসটি আইনের 64, 351/2 এবং 127/2 ধারায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। উক্ত ক্লিনিকটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 4:18 PM IST

