Spitting on Platform: থুতু ফেলবেন আপনি, আয় বাড়বে রেলের! সঙ্গে হতে পারে জেলও, খুব সাবধান! জানুন নতুন নিয়ম!
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Spitting on Platform: রেলওয়ে চত্বরে আবর্জনা ফেললে বা থুতু ফেললে ফাইন-সহ কারাদণ্ডের মতো শাস্তি হতে পারে।
কলকাতা: তামাক চিবিয়ে রেলওয়ে চত্বরের যত্রতত্র থুতু ফেলা নিজের জন্য ক্ষতিকর তো বটেই, পাশাপাশি এ ধরণের কাজের জন্য শাস্তির মুখোমুখি ও হতে পারেন। রেলওয়ে স্টেশন চত্বরে, প্লাটফর্মের যেকোনও জায়গায় বিশেষত লিফ্টে, ফুট ওভার ব্রিজগুলিতে ও ট্রেনের কামরায় থুতু বা আবর্জনা ফেললে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মাত্রা কমে যায়, যা সহযাত্রীদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে।
আরও পড়ুন- পায়ের আঙুলই বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ…! মিলিয়ে দেখার সহজ ‘এই’ উপায় জেনে নিন, চমকাবেন আপনিও
রেলওয়ে স্টেশনে বসানো উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা রেলওয়ে চত্বরে যেকোনও ব্যক্তির আবর্জনা বা থুতু ফেলার ঘটনাকে সহজেই সনাক্ত করে এবং অপরাধ সনাক্ত হলেই জরিমানা ও কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। পূর্ব রেলওয়ের আরপিএফ সবসময় সতর্ক থাকে যাতে রেলওয়ে চত্বরে আবর্জনা বা থুতু ফেলার মতো কাজগুলিকে দমন করা যায়। আরপিএফ ট্রেন বা স্টেশনে পেট্রোলিং করার সময় এ ধরনের অপরাধীদের আটক করে এবং তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে যাতে ভবিষ্যতে তারা দায়িত্বশীল আচরণ করে।
advertisement
advertisement
এবছর জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময়ে, পূর্ব রেলওয়ের আরপিএফ রেলওয়ে চত্বর অপরিচ্ছন্ন করার জন্য ১২,৯০০ জন অপরাধীকে আটক করেছে এবং তাদের কাছ থেকে ₹১৭,৬৬,০১০/- জরিমানা আদায় করেছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে ৪৯৫৮ জন, শিয়ালদহ ডিভিশনে ২০২৩ জন, আসানসোল ডিভিশনে ২২১৪ জন এবং মালদা ডিভিশনে ৩৭০৪ জন অপরাধীকে আটক করা হয়েছে।
advertisement

এই মাসে অর্থাৎ অক্টোবরে উৎসবের মরসুমের কথা মাথায় রেখে আরপিএফ তাদের নজরদারি আরও বাড়িয়েছে এবং ১ থেকে ৩০ অক্টোবর ২০২৪ এর সময়কালে পূর্ব রেলওয়ে মোট ১০,৪৭০ জনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে ₹১৫,৩৭,৯৬৫/- জরিমানা আদায় করেছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে ২৭৮৬ জন, শিয়ালদহ ডিভিশনে ৪৬৬৬ জন, আসানসোল ডিভিশনে ২৩০৪ জন এবং মালদা ডিভিশনে ৭১৪ জনকে রেলওয়ে চত্বরে আবর্জনা বা থুতু ফেলার জন্য আটক করা হয়েছে।
advertisement
আরপিএফ রেলওয়ে চত্বরে আবর্জনা বা থুতু ফেলার মতো অপরাধের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাদের আচরণে পরিবর্তন আনার জন্য। তবে রেলওয়ে সকল যাত্রী ও রেল ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা রেলওয়ে চত্বরে থুতু বা আবর্জনা না ফেলে, কারণ এটি শুধুমাত্র পরিবেশের অবনতি ঘটাবে না বরং যাত্রীদের স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলবে।
advertisement
রেলওয়ের কর্মীরা রেলওয়ে চত্বরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নিরলস পরিশ্রম করে চলেছে এবং রেল ব্যবহারকারী ও যাত্রীদের ও দায়িত্ব পরিচ্ছন্নতা বজায় রাখা যাতে পরিবেশের স্বাস্থ্য ও রেল পরিসরের অবস্থায় অবক্ষয় না ঘটে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 10:41 AM IST