বড় বক্সে ‘‌ডি জে’‌ শুনলেই পালাবে পঙ্গপাল?‌ কীভাবে লড়বেন, বলছে প্রশাসন

Last Updated:

যেখানে দেখা যাচ্ছে জমিতে বড় বড় বক্স বা সহজ কথায় যাকে ‘‌ডি জে’‌ বলা হয়, তাই ব্যবহার করছেন কৃষকরা। আর তাতেই নাকি পঙ্গপাল পালাবে

#‌ঝাঁসি:‌ উত্তরপ্রদেশের ১০ জেলা আপাতত পঙ্গপালের হামলায় কাবু। ঝাঁসি ও মেহোবাতেও দেখা গিয়েছে পঙ্গপালের ঝাঁক। কিন্তু সেখানে সাধারণ মানুষই এক আজব পন্থা নিয়েছেন, যাতে ফসলের ওপর পঙ্গপালের আক্রমণ আটকে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় এক সিনিয়র পুলিশ অফিসার ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে জমিতে বড় বড় বক্স বা সহজ কথায় যাকে ‘‌ডি জে’‌ বলা হয়, তাই ব্যবহার করছেন কৃষকরা। আর তাতেই নাকি পঙ্গপাল পালাবে।
advertisement
advertisement
ঝাঁসিতে কর্মরত পুলিশ অফিসার রাহুল শ্রীবাস্তব এই ভিডিও পোস্ট করেছেন। স্পষ্ট দেখা যাচ্ছে, বিভিন্ন পুজো ইত্যাদির সময় যে সাউন্ড বক্স ব্যবহার করা হয়, তা এখানে ব্যবহার করা হচ্ছে। তিনি এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‌শুধু উৎসবের সময় নাচগান করতেই ডিজে ব্যবহার করা হয় না। পঙ্গপালকে ভয় দেখাতেও এটি কাজে লাগে। আপনারাও যদি এই পঙ্গপালের সঙ্গে লড়তে চান, তাহলে বাড়িতে থালা, বাসন ইত্যাদি যা দিয়ে পারেন শব্দ করুন। তাতেই পালাবে পোকার দল।’‌
advertisement
উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় কৃষক, সাধারণ মানুষ সকলকেই পঙ্গপালের গতিবিধি নিয়ে সতর্ক করা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে দমকলকে। তাঁরা কীটনা‌শক প্রয়োগ করছেন। উত্তরপ্রদেশের মাহোবাতে ইতিমধ্যে ২৫ হেক্টর জমির ওপর হামলা করেছে পঙ্গপালের দল। সোমবার রাতে রাজস্থানেও পঙ্গপাল দেখা গিয়েছে। যদিও মঙ্গলবার রাজস্থান ছেড়ে পঙ্গপালের ঝাঁক বেরিয়ে গিয়েছে বলে খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
বড় বক্সে ‘‌ডি জে’‌ শুনলেই পালাবে পঙ্গপাল?‌ কীভাবে লড়বেন, বলছে প্রশাসন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement