Divorce: 'রাজা রঘুবংশীর মতো মরতে চাই না', স্ত্রীর পরকীয়া আঁচ করেই বিবাহবিচ্ছেদের আবেদন ভোপালের যুবকের

Last Updated:

স্বামীর অভিযোগ, চাকরি শুরু করার পর স্ত্রী এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন

News18
News18
ভোপাল: ইদানীং একটা খবর প্রায়শই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসছে–প্রেমিকের সঙ্গে মিলে স্ত্রীর স্বামীকে খুন করার ঘটনা! খবর পাওয়া যাচ্ছে। কোথাও স্বামীহত্যার সূত্রে উঠে আসছে ব্ল্যাক ম্যাজিক চর্চা এবং মাদকাসক্তির প্রসঙ্গ, কোথাও বা আবার সম্পর্কে বনিবনার অভাব। দিনকয়েক আগে আগ্রা থেকে ঠিক একই ধরনের খবর মিললেও হত্যার কারণ হিসেবে উঠে এসেছে সম্পত্তির লোভের কথা। মধ্যপ্রদেশের রাজা রঘুবংশী হত্যা মামলার অভিযুক্তদের এখনও শাস্তি না দেওয়া হলেও ঘটনা গোটা দেশ তোলপাড় করেছে। ভোপালের পারিবারিক আদালত থেকে এবার একটি চাঞ্চল্যকর মামলা সামনে এসেছে, যেখানে একজন স্বামী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এই বলে যে, তিনি “রাজার মতো মরতে চান না।” তিনি ইনদওরের বহু চর্চিত রাজা রঘুবংশী ও সোনম রঘুবাংশী হত্যা মামলার কথা উল্লেখ করে বলেন, তাঁর আশঙ্কা, তাঁর স্ত্রীও সোনমের মতো আচরণ করতে পারেন, কারণ স্ত্রীর গতিবিধি সন্দেহজনক।
পারিবারিক আদালতের নূরুন্নিসা খান গণমাধ্যমকে বলেন, এই দম্পতির বিয়ে হয় প্রায় পাঁচ বছর আগে। দু’জনেই বেসরকারি চাকুরিজীবি। গত দু’বছর তাঁরা আর একসঙ্গে থাকেন না। প্রথম দিকে স্ত্রী খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু স্বামী তাঁকে চাকরির জন্য প্রয়োজনীয় জিনিসগুলি শিখিয়েছিলেন। এর পর তিনি ভোপালের কাছে একটি কারখানায় চাকরি পান। এখান থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে শুরু করে।
advertisement
স্বামীর অভিযোগ, চাকরি শুরু করার পর স্ত্রী এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন। স্বামী যখন তাকেঁ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, তখন স্ত্রী জবাবদিহিতে অস্বীকার করেন, ফলে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। স্বামী বলেন, এই উত্তেজনার কারণে স্ত্রী প্রায় দুই বছর আগে তাঁকে ছেড়ে চলে যান এবং আলাদাভাবে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন।
advertisement
advertisement
এ হেন পরিস্থিতিতে স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। যদিও স্ত্রী বলছেন, তাঁর কারও সঙ্গে কোনও সম্পর্ক নেই, তিনি তাঁর ওই পুরুষ সহকর্মীর সঙ্গে কাজের বিষয়েই কথা বলেন। স্ত্রীর দাবি, তিনি এখনও স্বামীর সঙ্গে থাকতে চান।
কাউন্সেলর খান বলেন, ইদানীং বৈবাহিক জীবনে অবিশ্বাস ও সন্দেহের কারণে বিবাহবিচ্ছেদের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইনদওরের ঘটনার পর এখন পুরুষরাও ভীত হয়ে পড়েছেন। খানের মতে, এখন অনেক পুরুষ সম্পর্কের ক্ষেত্রে আপোস করার পরিবর্তে বিবাহবিচ্ছেদকেই প্রাধান্য দিচ্ছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Divorce: 'রাজা রঘুবংশীর মতো মরতে চাই না', স্ত্রীর পরকীয়া আঁচ করেই বিবাহবিচ্ছেদের আবেদন ভোপালের যুবকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement