উড়ান প্রকল্পের আওতায় শুরু কর্নাটকের বেলগাঁও থেকে সরাসরি নাসিকের বিমান

Last Updated:

এ ছাড়াও নাসিক থেকে সহজেই গোয়া যাওয়ারও পরিকল্পনা করেন অনেকেই। দেশের আঙুর এবং ওয়াইনের রাজধানী হিসেবেও বলা হয় নাসিককে। এই অবস্থায় বেলগাঁও থেকে নাসিক উড়ান চালু হলে লক্ষাধিক মানুষের যাতায়াত হবে বলে মনে করা হচ্ছে।

#কলকাতা: সরাসরি বিমান পরিষেবা চালু হল কর্নাটকের বেলগাঁও থেকে মহারাষ্ট্রের নাসিক পর্যন্ত। কেন্দ্রের 'উড়ান' প্রকল্পের আওতায় এই বিমান পরিষেবা চালু হল। 'উড়ান' প্রকল্পের আওতায় এটিই  ৩১১তম উড়ান। তবে বেলগাঁও এবং নাসিকের মধ্যে এটিই প্রথম সরাসরি উড়ান।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্তা বলেন, "বেলগাঁও এবং নাসিকের মধ্যে বিমান পরিষেবার দাবি অনেক দিন থেকেই উঠছিল। ব্যবসা, বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে এই দুই শহরের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য এই উড়ান খুবই প্রয়োজনীয় হবে। কারণ, এর আগে বাসে নাসিক থেকে বেলগাঁও সরাসরি যোগাযোগের কোনও সুযোগ ছিল না। ট্রেন পরিষেবা তো ছিলই না। সড়কপথেও যোগাযোগ প্রায় নেই - ই বলা যায়। সে দিক থেকে দেখলে এই বিমান পরিষেবা দুই শহরের জন্যই দারুণ প্রয়োজনীয় ছিল।"
advertisement
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের খবর, নাসিকের ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনের কথা ভেবেই এই রুট বেছে নেওয়া হয়েছে। মন্ত্রকের কর্তারা জানাচ্ছেন, কুম্ভ মেলার চারটি কেন্দ্রের মধ্যে একটি নাসিক। তার উপরে নাসিক হয়ে সিরডি সাইয়ের মন্দির এবং ত্রিম্বাকেশ্বর মন্দিরে যাওয়ার মূল দরজা।. কারণ, এর আগে বাসে নাসিক থেকে বেলগাঁও সরাসরি যোগাযোগের কোনও সুযোগ ছিল না। ট্রেন পরিষেবা তো ছিলই না। সড়কপথেও যোগাযোগ প্রায় নেই - ই বলা যায়। সে দিক থেকে দেখলে এই বিমান পরিষেবা দুই শহরের জন্যই দারুণ প্রয়োজনীয় ছিল।"
advertisement
advertisement
এ ছাড়াও নাসিক থেকে সহজেই গোয়া যাওয়ারও পরিকল্পনা করেন অনেকেই। দেশের আঙুর এবং ওয়াইনের রাজধানী হিসেবেও বলা হয় নাসিককে। এই অবস্থায় বেলগাঁও থেকে নাসিক উড়ান চালু হলে লক্ষাধিক মানুষের যাতায়াত হবে বলে মনে করা হচ্ছে। বেলগাঁও এবং নাসিকের মধ্যে বিমান পরিষেবার দাবি অনেক দিন থেকেই উঠছিল। ব্যবসা, বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে এই দুই শহরের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য এই উড়ান খুবই প্রয়োজনীয় হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
উড়ান প্রকল্পের আওতায় শুরু কর্নাটকের বেলগাঁও থেকে সরাসরি নাসিকের বিমান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement