মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল বিজেপিই, আক্রমণের নয়া কৌশল রাহুলের

  • Last Updated :
  • Share this:

    #হাভেরি: কর্ণাটকের হাভেরির জনসভায় পুলওয়ামা প্রসঙ্গে ফের নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধি ।

    ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার সেনা কনভয়ে আত্মঘাতী হামলায় শহিদ হয়েছেন ৪২ জওয়ান । কারা হত্যা করল আমাদের জওয়ানদের- প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করেছেন রাহুল ।

    পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ। সেই প্রসঙ্গে রাহুল প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী কি বলতে পারবেন জইশ প্রধান মাসুদকে ভারতের জেল থেকে বের করার দায় কার? এই কাজের নেপথ্যে রয়েছে বিজেপি কারণ কান্দাহার হাইজ্যাকের সময়ে যশবন্ত সিনহা মাসুদ আজহারকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন ।

    এই বিষয়টি নিয়ে কেন কথা বলেন না প্রধানমন্ত্রী? পুলওয়ামা জওয়ানদের হত্যাকারীকে ছেড়ে দেওয়ার পিছনে রয়েছে বিজেপি, মন্তব্য রাহুলের ।

    First published:

    Tags: India Pakistan Tensions, Lok Sabha elections 2019, Masood Azhar, Rahul Gandhi