কম পয়সায় মিলবে ডায়ালিসিস, স্বল্প মূল্যে উন্নত মানের ওষুধ

Last Updated:

ডায়ালিসিস যন্ত্রের উপর কর ছাড় দেওয়ার কথা জানালেন কথা অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ সোমবার সংসদে মোদি জমানায় তৃতীয়বারের জন্য সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ বাজেটে চিকিৎসা ক্ষেত্রে সেরকম কোনও সুখবর না থাকলেও ডায়ালিসিস যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে কর ছাড়ে স্বস্তি মিলেছে ৷

#নয়াদিল্লি: ডায়ালিসিস যন্ত্রের উপর কর ছাড় দেওয়ার কথা জানালেন কথা অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ সোমবার সংসদে মোদি জমানায় তৃতীয়বারের জন্য সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ বাজেটে চিকিৎসা ক্ষেত্রে সেরকম কোনও সুখবর না থাকলেও ডায়ালিসিস যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে কর ছাড়ে স্বস্তি মিলেছে ৷
ভারতে প্রায় ২.২ লক্ষ রোগী কিডনির অসুখে ভুগছেন ৷ বিপুল খরচে ডায়ালিসিস প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া সাধারণ মানুষের জন্য কষ্ট সাধ্য ৷ এছাড়া প্রক্রিয়াগত জটিলতার জন্য ডায়ালিসিস পরিষেবা সমস্ত হাসপাতালে পাওয়া যায় না ৷ এই অসুবিধাটি নজরে রেখে অর্থমন্ত্রী এদিন ঘোষণা করলেন, এবার থেকে সমস্ত জেলা হাসপাতালে কম খরচে মিলবে ডায়ালিসিস পরিষেবা ৷ এছাড়াও বাজেটে ওষুধের দামের উপরও নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়েছে ৷ স্বল্প দামে উন্নত মানের ওষুধ পাওয়ার জন্য প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার অনুসারে সরকার গোটা ভারতে ৩৫০০ মেডিকাল স্টোর খুলতে চলেছে ৷ জেটলির বাজেটে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই পরিকল্পনা অনুসারে ন্যায্যমূল্যে মিলবে ২৭ টি ওষুধ ৷
advertisement
এছাড়া,দেশের ১০  কোটি মানুষকে স্বাস্থ্যবিমার আওতায় আনার রাস্তা তৈরি হল। ইউনিভার্সাল হেলথ ইনসিওরেন্স কার্ডের মতোই বিমার আওতায় থাকা মানুষ পাবেন হেলথ স্মার্ট কার্ড। ১ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা মিলবে এই কার্ডে। মাত্র ৪৯ টাকায় আরও ৩০ হাজার টাকা টপআপের সুবিধা থাকছে প্রবীণদের জন্য। এই বিমার জন্য  ৫০ শতাংশ খরচ বহন করবে কেন্দ্র। বাজেট ঘোষণাতেই তা জানিয়েছেন জেটলি। এই মুহূর্তে দেশে প্রবীণ নাগরিকদের জন্য একরম কোনও বিমা যোজনা নেই ৷  প্রাথমিকভাবে ৪টি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এই পরিষেবা দেবে ৷ পরে বেসরকারি বিমা সংস্থাগুলিকেও এতে অন্তর্ভূক্ত করা হবে ৷ ২১ টি কাজের দিনের মধ্যে যে কোনও দাবি পূরণ করা হবে ৷ অনলাইনে ও বিমার জন্য নির্দিষ্টে কিয়স্কে কার্ড টপ-আপ ও রিনিউয়ালের সুযোগ থাকবে ৷
advertisement
advertisement
স্বাস্থ্যখাতে বরাদ্দ নিয়েও কার্পণ্য করেননি জেটলি। যক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে ৫০০ কোটি বরাদ্দ করেছেন বাজেটে ৷ শিশুদের চিকিৎসা সরঞ্জাম কিনতে ৫০ টি শিশু হাসপাতালকে ২৫০ কোটির অনুদানের ব্যবস্থা রয়েছে ৷ বিশ্বমানের চোখের হাসপাতাল গড়তে ৫০০ কোটি বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ এর পাশাপাশি গ্রামীণ চিকি‍ৎসা পরিকাঠামো খাতে ৯৪০৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার ৷ আগের বছরের তুলনায় স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ ২৯, ৭০০ কোটি থেকে বেড়ে ৪০, ৪৫৬ কোটি টাকায় দাঁড়িয়েছে ৷
advertisement
তবে ঘোষণার পাশাপাশি রয়েছে বহু প্রশ্ন। অর্থমন্ত্রী হেলথ অ্যাপের স্বপ্ন দেখিয়েছেন অথচ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসক ও কর্মীদের অভাব পূরণের রাস্তা দেখাতে পারেননি। সচ্ছ ভারত থেকে সুস্থ ভারতের স্লোগান তুলেই শেষ হয়েছে জেটলির বাজেট।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কম পয়সায় মিলবে ডায়ালিসিস, স্বল্প মূল্যে উন্নত মানের ওষুধ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement