‘‘গাঁওওয়ালো, হেমাজিকে লিয়ে ভোট করনা, নহি তো কিসি আস-পাস কি ট্যাঙ্কি পে চড় জাউঙ্গা''...
Last Updated:
#মথুরা: ‘‘গাঁওওয়ালো, হেমাজিকে লিয়ে ভোট করনা। নহি তো কিসি আস-পাস কি ট্যাঙ্কি পে চড় জাউঙ্গা অওর উঁয়াহা সে মৌসি কো পুকারুঙ্গা। বহুত মৌসিয়া আ জায়েঙ্গি!’’
রামগড় নয় তো কী! বীরুর বয়স এখন ৮৩ তো কী! শ্রীকৃষ্ণের জন্মস্থান বলে খ্যাত শহরে প্রেমের ‘শোলে’ যে জ্বলবেই , তাতেই বা আশ্চর্য কী!মথুরায় স্ত্রী হেমা মালিনীর জন্য ভোট চাইতে বিন্দুমাত্র সঙ্কোচ করলেন না ধর্মেন্দ্র সিং দেওল ।
‘শোলে’-র সেট থেকেই হেমা- ধর্মেন্দ্রর প্রেমের সম্পর্কর সূচনা । ‘বসন্তী’ হেমা এখন লোকসভা ভোটে বিজেপি প্রার্থী। আর মথুরায় তাঁর নির্বাচনী সভায় গিয়ে বীরু অবতারে ফিরে মোক্ষম তির মারলেন ধর্মেন্দ্র। ধূসর হ্যাট পরা বীরুর ডায়লগ শুনে তখন হাততালির রোল...
advertisement
advertisement
এ বারের প্রচারপর্বে কৃষকই ভরসা হেমার। কখনও কৃষক মহিলাদের সঙ্গে কাস্তে হাতে মাঠে গম কাটতে নেমেছেন কখনও বা ট্রাক্টরের স্টিয়ারিং ধরেছেন! কিন্তু 'ড্রিমগার্ল'-এর এই অভিনব ভোট প্রচারের পন্থাকে ‘ভোটের নাটক’ বলে শোরগোল তুলেছে বিরোধী শিবির। ১৮ তারিখের ভোটের আগে অস্বস্তি বাড়ছিল বসন্তীর। এমন সময়েই ‘ধরমজি’ এলেন। নিজের আর স্বামীর ছবি টুইট করে হেমা লেখেন, ‘‘আজ বিশেষ একটা দিন। ধরমজি সারা দিন আমার সঙ্গে প্রচার করবেন। লোকে ওঁর কথা শুনবে বলে মুখিয়ে আছে।’’ পরে সাংবাদিকদেরও বলেছেন, ‘‘আমরা মথুরার উন্নয়নের জন্য ভোট চাইছি। গত পাঁচ বছরে আড়াইশো বারেরও বেশি এসেছি এখানে।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2019 9:10 AM IST