Detention Camp: দেশের সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে হবে!নির্দেশ জারি অমিত শাহের মন্ত্রকের! কী হবে এবার?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Detention Camp: ভারতে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে আসা বিদেশিদের আটক করে রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার।
নয়াদিল্লি: সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের। মঙ্গলবার রাতে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অর্ডার, ২০২৫-এর গেজেট নোটিফিকেশন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
সেখানে উল্লেখ করা হয়েছে- ভারতে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে আসা বিদেশিদের আটক করে রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার। তবে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুরা নতুন নিয়ম অনুযায়ী নির্বাসন থেকে রেহাই পেতে পারেন। এদের মধ্যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন।
advertisement
advertisement
গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে—–
৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে যারা ভারতে প্রবেশ করেছেন এবং—
• বৈধ নথি (যেমন পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি) ছাড়া এসেছেন, অথবা
• বৈধ নথি নিয়ে প্রবেশ করেছিলেন কিন্তু যার মেয়াদ শেষ হয়ে গেছে,
তাদের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত আইনের কিছু ধারা কার্যকর হবে না।
advertisement
তবে যারা এই ছাড়ের আওতায় পড়েন না, সেই বিদেশিদের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে থাকা ডিটেনশন সেন্টারে প্রত্যর্পণ সম্পন্ন হওয়া পর্যন্ত আটক রাখতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 1:23 PM IST