Detention Camp: দেশের সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে হবে!নির্দেশ জারি অমিত শাহের মন্ত্রকের! কী হবে এবার?

Last Updated:

Detention Camp: ভারতে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে আসা বিদেশিদের আটক করে রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার।

কী নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের?
কী নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের?
নয়াদিল্লি: সব রাজ‍্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের। মঙ্গলবার রাতে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অর্ডার, ২০২৫-এর গেজেট নোটিফিকেশন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
সেখানে উল্লেখ করা হয়েছে- ভারতে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে আসা বিদেশিদের আটক করে রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার। তবে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুরা নতুন নিয়ম অনুযায়ী নির্বাসন থেকে রেহাই পেতে পারেন। এদের মধ্যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন।
advertisement
advertisement
গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে
৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে যারা ভারতে প্রবেশ করেছেন এবং
বৈধ নথি (যেমন পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি) ছাড়া এসেছেন, অথবা
বৈধ নথি নিয়ে প্রবেশ করেছিলেন কিন্তু যার মেয়াদ শেষ হয়ে গেছে,
তাদের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত আইনের কিছু ধারা কার্যকর হবে না।
advertisement
তবে যারা এই ছাড়ের আওতায় পড়েন না, সেই বিদেশিদের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে থাকা ডিটেনশন সেন্টারে প্রত্যর্পণ সম্পন্ন হওয়া পর্যন্ত আটক রাখতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Detention Camp: দেশের সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে হবে!নির্দেশ জারি অমিত শাহের মন্ত্রকের! কী হবে এবার?
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement