#নয়াদিল্লি: দু'টি কৃষি বিল পাশ হওয়াকে কেন্দ্র করে বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা৷ ওয়েলে নেমে রুল বুক ছেঁড়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনের বিরুদ্ধে৷ এমন কি, রাজ্যসভার চেয়ারম্যান হরিবংশ নারায়ণের মাইক্রোফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি৷ যদিও রুল বুক ছেঁড়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন ডেরেক৷ তৃণমূল সাংসদের অভিযোগ, 'সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার হত্যা করার চেষ্টা করা হচ্ছে৷'
এই ঘটনার পরই আরও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা৷ ক্ষুব্ধ ডেরেক ও ব্রায়েন বলেন, 'প্রধানমন্ত্রী দাবি করেছিলেন ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে৷ কিন্তু বর্তমান হারে ২০২৮ সালের আগে তা সম্ভব নয়৷ আমরা শুধু ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে আপত্তি করছি না৷ নতুন বিলগুলিতে গণবণ্টন ব্যবস্থা, ফসল কেনার প্রক্রিয়া, রাজ্যের অধিকারের মতো বিষয়গুলি নিয়েও আমাদের আপত্তি রয়েছে৷'
advertisement
Rajya Sabha: TMC MP Derek O'Brien entered the well and showed the House rule book to Rajya Sabha Deputy Chairman Harivansh, during discussion in the House on agriculture Bills pic.twitter.com/OlTjJb6j4F
পরে ট্যুইটারে নিজের বক্তব্যের দু'টি ভিডিও পোস্ট করেন ডেরেক ও ব্রায়েন৷ সেখানে তিনি অভিযোগ করেন, বিরোধীরা কৃষি বিল নিয়ে ভোটাভুটি চাইলেও সেই দাবি মানেনি সরকার৷ ডেরেকের অভিযোগ, সরকার জানত ভোটাভুটি হলে এই বিল পাশ হত না৷ কারণ রাজ্যসভায় তেরো থেকে চোদ্দটি বিরোধী দল এই বিলগুলির বিরুদ্ধে ছিল৷'
advertisement
They cheated. They broke every rule in Parliament. It was a historic day. In the worst sense of the word. They cut RSTV feed so the country couldn't see. They censored RSTV. Don’t spread propaganda. We have evidence. But first watch this pic.twitter.com/y4Nh9Vu9DA
তৃণমূল সাংসদ আরও অভিযোগ করেন, রাজ্যসভায় কী ঘটছে তা চেপে রাখার জন্য রাজ্যসভা টিভি-তে বিরোধীদের বিক্ষোভ সম্প্রচারিত হয়নি৷ ডেরেকের অভিযোগ, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি অত্যন্ত দুঃখের একটি দিন৷
এ দিন সংসদেও কৃষি বিলের বিরোধিতা করতে গিয়ে ডেরেক বলেন, 'আমি এমন একটি দলের প্রতিনিধি যার নাম তৃণমূল কংগ্রেস৷ একটু পিছিয়ে আমরা ২০০৬ সালে চলে যাই৷ এই দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে ২৬ দিন অনশন করে নিজের জীবন বিপন্ন করেছিলেন৷ তিনি কৃষকদের অধিকারের জন্য লড়াই করছিলেন৷'
advertisement
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ডেরেক বলেন, 'গতকাল প্রধানমন্ত্রী বলেছেন বিরোধীরা নাকি কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ আমি প্রশ্ন করতে চাই, এই অভিযোগ তোলার মতো কী বিশ্বাসযোগ্যতা রয়েছে আপনার? আপনি ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু বর্তমান হারে ২০২৮ সালের আগে তা সম্ভব নয়৷'
PM said Centre would double farmer income by 2022. At current rates, not before 2028. Your credibility is low.
MSP is only 1 of 4 issues. We are opposing #FarmBills also on State’s rights, PDS, procurement.
My speech today #Parliament@AITCofficialpic.twitter.com/pwTIeUQ7x9
তৃণমূল সাংসদ আরও বলেন, 'বাংলায় ২০১১ সালে কৃষকদের গড় আয় ছিল ৯০ হাজার৷ বর্তমানে তা তিন গুণ বেড়ে ২ লক্ষ ৯০ হাজার হয়েছে৷ সরকার শুধুমাত্র ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নিয়ে বিতর্ক করছে, কিন্তু আমরা রাজ্যের অধিকার, গণবণ্টন ব্যবস্থা, ক্রয় পদ্ধতি নিয়েও আপত্তি জানাচ্ছি৷'