রাজ্যসভায় বলায় বাধা, দিল্লি হিংসা নিয়ে বাইরে থেকেই ভাষণ দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

Last Updated:
#নয়াদিল্লিঃ ইতিহাসে প্রথম৷ টানা পাঁচদিন তাঁকে বলতে দেওয়া হয়নি রাজ্যসভায়৷ জবাবে শুক্রবার টানা দশ মিনিট নিজের বক্তব্য পেশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন৷ তবে সংসদভবন থেকে নয়৷ সংসদের করিডোরে দাঁড়িয়েই ভাষণ দিলেন এই তৃণমূল সাংসদ৷ সেই ভাষণ ডেরেকের নিজের সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টে শেয়ার করেছেন৷ রাজনৈতিক বিশ্লেষকরা মনেই করতে পারছেন না, স্বাধীনতা পরবর্তী সময়ে এমন ঘটনা কখনও ঘটেছে কিনা৷
ডেরেক এ দিন প্রথমেই অভিযোগ করে বলেন, সরকার সংসদের দু’কক্ষের কাজে বাধা দিচ্ছে৷ তাঁর কথায়, ''আমি তৃণমূল সাংসদ হিসেবে নিজের বক্তব্য নিয়ে তৈরি ছিলাম৷ কিন্তু সেই বক্তব্য রাখতেই দেওয়া হচ্ছে না৷ তাই আমাকে কথা বলার সমান্তরাল উপায় বেছে নিতে হল৷''
দেখুন ভিডিও:
advertisement
advertisement
ডেরেকের বক্তব্যে এ দিন উঠে এসেছে দিল্লি হিংসার কথা৷ হিংসায় ৫৩ জনের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি৷ তাঁর অভিযোগ, এই ঘটনাগুলি নিয়ে আলোচনায় রাজিই নয় সরকার৷ ডেরেকের কথায়, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজে হিংসাধ্বস্ত অঞ্চলগুলিতে আসেননি৷ অশান্তি শুরু হয় একটি বিশেষ স্লোগানকে কেন্দ্র করে৷ আমরা জানি কারা এই কাজ করেছিল৷ আমরা জানি কোথা থেকে তাঁরা এই উস্কানিমূলক আচরণের সাহস পেল৷ প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীই যেন এই বিষয়টিকে মান্যতা দিয়েছেন৷ এই স্লোগানই ঘৃণা ছড়িয়েছে৷’’
advertisement
তাঁর মতে, নরেন্দ্র মোদী ও অমিত শাহ ভোট পরিকল্পনাতেই ব্যস্ত৷ জনসমক্ষেই এমন অনেক প্রমাণ রয়েছে, এই ধরণের হিংসা কে বা কারা ছড়ায়৷ কিন্তু এই সমস্ত প্রশ্নই এড়িয়ে যাচ্ছেন তাঁরা,স কারণ তাঁদের কাছে উত্তর নেই৷
সম্প্রতি প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ‘‘নারীদিবসের দিনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দেবেন মেয়েদের হাতে৷ তাই নিয়েও কটাক্ষ করেছেন ডেরেক৷ তৃণমূল সাংসদের অভিমত, যে মায়েরা সন্তান হারিয়েছেন, তাঁদের হাতেই নিজের সোশ্যাল অ্যাকাউন্ট তুলে দিক প্রধানমন্ত্রী৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যসভায় বলায় বাধা, দিল্লি হিংসা নিয়ে বাইরে থেকেই ভাষণ দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement