Dental College: সরকারি ডেন্টাল কলেজে উন্নয়নের জন্য বরাদ্দ হল ২০০ কোটি টাকা, বাড়তে চলেছে শূ্ণ্যপদের সংখ্যা, কোথায়? রইল বিশদে

Last Updated:

* জেলা হাসপাতালগুলির পরিকাঠামো আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী মাণিক সাহা 

manik saha
manik saha
আগরতলা: সরকারি ডেন্টাল কলেজের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২০২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। সেই সঙ্গে ডেন্টাল কলেজে অতিরিক্ত শূন্য পদ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা টাউন হলে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে এই কথা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এই অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায়আগরতলা গভর্মেন্ট ডেন্টাল কলেজ একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি আরও বলেন, ‘‘আমরা কখনওই ডেন্টাল কলেজের কথা ভাবিনি। এমনকি উত্তর পূর্বের অন্যান্য রাজ্যেও নয়। একটি ডেন্টাল কলেজ খোলা সবসময় আমার স্বপ্ন ছিল। পূর্ববর্তী সরকারের আমলে আমরা বহুবার এই বিষয়টি উত্থাপন করেছি। কিন্তু তৎকালীন সরকার এই বিষয়ে কখনওই সম্মতি দেননি।’’মানিক সাহা জানিয়েছেন, তিনি  প্রখম আইজিএম হাসপাতালের পুরনো ভবনে ডেন্টাল কলেজ শুরু করার সিদ্ধান্ত নেন৷ ৯ মাসের মধ্যেই কলেজের কাজ শেষ করে উদ্বোধন করা হয়।
advertisement
বর্তমানে এই কলেজের আসন সংখ্যা বেড়ে হয়েছে ৬৩ । মানিক সাহা ব্যক্তিগতভাবে ডেন্টাল কলেজের কার্যক্রম তদারকি করেছিলেন। তিনি তাঁর ভাষণে আরও জানান, পিএম-ডিভাইন স্কিমের অধীনে ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য ২০২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ ইতিমধ্যেই টেন্ডারের জন্য প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে আধিকারিক ও প্রকৌশলীদের যথাযথ পরিকল্পনার মাধ্যমে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি জানান,  রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। এর পাশাপাশি আগরতলার স্টেট হাসপাতালে রোগীর চাপ কমানোর জন্য জেলা হাসপাতালগুলির মানও উন্নয়ন করা হচ্ছে।
advertisement
সম্প্রতি আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে কিডনি প্রতিস্থাপনও শুরু হয়ে গিয়েছে। যা রাজ্যের চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। আগামী দিনে রাজ্যে লিভার প্রতিস্থাপনের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়াও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে ৯টি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে।
মানিক সাহা ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, চিকিৎসা পরিষেবার সুযোগ সম্প্রসারনের জন্য ক্রমাগত কাজ করছে সরকার। সেই সঙ্গে একটি হোমিওপ্যাথি কলেজ খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি আয়ুর্বেদিক কলেজও প্রতিষ্ঠা করা হবে। সরকার ডেন্টাল কলেজে আরও শূন্যপদ তৈরি করার উদ্যোগ নিয়েছে৷                             
বাংলা খবর/ খবর/দেশ/
Dental College: সরকারি ডেন্টাল কলেজে উন্নয়নের জন্য বরাদ্দ হল ২০০ কোটি টাকা, বাড়তে চলেছে শূ্ণ্যপদের সংখ্যা, কোথায়? রইল বিশদে
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement