নোট বাতিলে ৩-৪ লক্ষ কোটি কর ফাঁকির টাকা জমা পড়েছে ব্যাঙ্কে

Last Updated:

কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তে নগদ সঙ্কটে নাজেহাল দেশ ৷ ৫০ দিন কেটে গেলেও স্বাভাবিক নয় পরিস্থিতি ৷ নোট বাতিল ইস্যুতে কেন্দ্র-বিরোধী বাদানুবাদে এখনও উত্তপ্ত রাজনৈতিক মহল ৷

#নয়াদিল্লি: কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তে নগদ সঙ্কটে নাজেহাল দেশ ৷ ৫০ দিন কেটে গেলেও স্বাভাবিক নয় পরিস্থিতি ৷ নোট বাতিল ইস্যুতে কেন্দ্র-বিরোধী বাদানুবাদে এখনও উত্তপ্ত রাজনৈতিক মহল ৷ তবে নোট বাতিলের মরশুমে লাভবান ব্যাঙ্ক ৷ দেশজুড়ে পাহাড়প্রমাণ টাকা জমা পড়েছে ব্যাঙ্কে ব্যাঙ্কে ৷ গোটা দেশে বেনামী অ্যাকাউন্টগুলিতে কর ফাঁকির প্রায় তিন-চার লক্ষ কোটি টাকা জমা পড়েছে ৷ হিসাব বহির্ভূত টাকার হিসাব নিতে আয়কর দফতরের নজরে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷
আয়কর দফতরের জারি করা একটি বিবৃতি অনুযায়ী, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর প্রায় অব্যবহৃত ৬০ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার বেশি নগদ জমা পড়েছে ৷ সব মিলিয়ে প্রায় তিন থেকে চার লক্ষ কোটি টাকা জমা পড়েছে যার জন্য কোনও আয়কর দেওয়া হয়নি ৷
কর ফাঁকির টাকার একটি বিস্তারিত হিসাব দিয়ে আয়কর দফতর জানিয়েছে, শুধু মাত্র ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ব্যাঙ্কগুলিতে ১০,৭০০ কোটিরও বেশি টাকা জমা পড়েছে ৷ দেশের বিভিন্ন সমবায় ব্যাঙ্কে মোট জমা পড়া নগদের পরিমাণ ১৬ হাজার কোটি টাকা ৷ নোট বাতিলের পর থেকে এযাবৎ সমস্ত ব্যাঙ্কে টাকার লেনদেন খতিয়ে দেখছে ইডি ও আয়কর দফতর ৷ তাতেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷
advertisement
advertisement
আয়কর দফতরের পর্যবেক্ষণ, নোট বাতিলের ফলে বেড়ে গিয়েছে ধার পরিশোধের অঙ্ক ৷ কালো টাকা সাদা করতে নগদে মেটানো হয়েছে ধার ৷ ৮ নভেম্বরের পর গোটা দেশে নগদে প্রায় ৮০ হাজার কোটি টাকা ধার পরিশোধ হয়েছে ৷ নোট বাতিল ঘোষণার পর নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্ট এবং জিরো ব্যালান্স অ্যাকাউন্টে ২৫,০০০ কোটি টাকা জমা পড়েছে ৷
advertisement
গত বছর ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন ৷ রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০-এর পুরনো নোট ৷ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরনো নোট জমা দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর অবধি সময় দিয়েছিল রির্জাভ ব্যাঙ্ক ৷ নির্ধারিত সময় শেষ হওয়ার পর জমা পড়া নগদের খতিয়ানেই প্রকাশ্যে আসে এই তথ্যগুলি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলে ৩-৪ লক্ষ কোটি কর ফাঁকির টাকা জমা পড়েছে ব্যাঙ্কে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement