‘দুর্নীতি রুখতেই নোটবন্দির তেতো ওষুধ’

Last Updated:
#ঝাবুউা: দেশের গোটা আর্থিক ব্যবস্থাই দুর্নীতিতে ভরে গিয়েছে ৷ দুর্নীতিতে জড়িতদের সবক শেখাতেই নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের লক্ষ্যেই একের পর এক জনসভা করছেন মোদি ৷ মঙ্গলবার সকালে ঝাবুউা-তে নির্বাচনী প্রচারের সময়ই প্রধানমন্ত্রী বলেন, সরকার এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ১৪ কোটি মানুষকে ঋণ দিয়েছে ৷
জনসভা থেকেই কংগ্রেসকে একহাত নিলেন মোদি ৷ বলেন, ‘চার বছরে বিজেপি সরকার যে কাজ করেছে, তা ১০ বছরেও করতে পারত না কংগ্রেস ৷’
advertisement
advertisement
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘একসময় মধ্যপ্রদেশের ক্ষমতায় ছিল কংগ্রেস ৷ সেই সময় মনে পড়ে কি প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস ? রাজ্যের একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল দল ৷ সেই প্রতিশ্রুতি কি আদৌ রেখেছে কংগ্রেস ? আশা করি রাজ্যের মানুষ এমন কোনও দলকে ফের ক্ষমতায় আনতে চায়না ৷ যারা রাজ্যের এবং রাজ্যের মানুষের উন্নয়নের বিষয়টি নিয়ে একেবারেই ওয়াকিবহল নয় ৷’
advertisement
৫৫বছরে মধ্যপ্রদেশে ১৫০০ স্কুল তৈরি করেছিল কংগ্রেস ৷ সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মাত্র ১৫ বছরে ৪০০০ স্কুল তৈরি করেছে ৷ বিজেপি সরকার রাজ্যের শিক্ষাগত উন্নয়নের বিষয়টির প্রতিও বিশেষ নজর রেখেছে ৷ এমনটাই দাবি মোদির ৷ বলেন, ‘আমাদের উদ্দেশ্যই হল, রাজ্যের ছেলে এবং মেয়ে নির্বিশেষে সকলকে শিক্ষিত করে তোলা ৷ পাশাপাশি চাষীরাও যাতে ফসলের যথাযথ দাম পায় এবং ওষুধের অভাবে যাতে রাজ্যের মানুষের মৃত্যু না হয়, সেই বিষয়টির দিকেও বিশেষ নজর রাখে বিজেপি সরকার ৷’
advertisement
২০২২ সাল ৷ তিন বছরের মধ্যেই চাষীদের আয় দ্বিগুণ করা হবে ৷ দেশের কৃষকদের কাছে এমনই প্রতিজ্ঞা করেছিলেন মোদি ৷ সেটি যে, আদৌ কথার কথা নয় ৷ তা এদিন আবারও প্রমাণ করলেন তিনি ৷ সেই কথা নিজে থেকেই জনসভায় আবারও মনে করিয়ে দিলেন মোদি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘দুর্নীতি রুখতেই নোটবন্দির তেতো ওষুধ’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement