'নোটবন্দিতে ভোটে কালোটাকার ব্যবহার একটুও কমেনি, বরং বেড়েছে'

Last Updated:

রাওয়াতের কথায়, 'বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে৷ কিন্ত‌ু যে হারে কালোটাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ৷

#নয়াদিল্লি: দু দিন হল নির্বাচন কমিশনের প্রধানের পদে অবসর নিয়েছেন৷ পদ থেকে সরেই নোটবন্দি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত৷ বললেন, ভোটে কালোটাকার ব্যবহার রুখতে নোটবন্দি সাহায্য করেনি৷ নোটবন্দির জেরে ভোটে কালোটাকার রমরমা একটুও কমেনি৷
রাওয়াতের কথায়, 'বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে৷ কিন্ত‌ু যে হারে কালোটাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ৷ আগের নির্বাচনগুলিতে যে রাজ্যগুলি থেকে যত কালোটাকা উদ্ধার হয়েছিল, ওই একই রাজ্যগুলি থেকে নোটবন্দির পর নির্বাচনে আরও বেশি কালোটাকা উদ্ধার হয়েছে৷'
advertisement
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 'এর মানে রাজনীতির কারবারি ও লগ্নিকারীদের অর্থের অভাব নেই৷ এ সব ক্ষেত্রে যে ভাবে টাকার ব্যবহার হয়, তা সাধারণত কালোটাকাই হয়৷ নির্বাচনে কালোটাকা ব্যবহার নিয়ে যদি বলতে হয়, তা হলে বলব, কিছুই কমেনি৷'
advertisement
নির্বাচন কমিশনের প্রধানের পদে অনেকটা সময় কাটিয়ে রাওয়াতের আক্ষেপ, নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও টাকার ব্যবহার নিয়ে একটা লিগাল ফ্রেমওয়ার্ক-এর প্রস্তাব আইনমন্ত্রককে দিতে না-পারা৷ তবে এ ক্ষেত্রে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার উপরে পূর্ণ আস্থা রাখছেন রাওয়াত৷
advertisement
বলেন, 'চলতি বছরের অগাস্টে সব রাজনৈতিক দলের বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তহবিলে স্বচ্ছতা আনা জরুরি৷ দলের খরচের একটা সীমা বেঁধে দেওয়া উচিত৷ আমার মনে হয়, আগামী দিনে আলো দেখা যাবে৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'নোটবন্দিতে ভোটে কালোটাকার ব্যবহার একটুও কমেনি, বরং বেড়েছে'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement