'নোটবন্দিতে ভোটে কালোটাকার ব্যবহার একটুও কমেনি, বরং বেড়েছে'
Last Updated:
রাওয়াতের কথায়, 'বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে৷ কিন্তু যে হারে কালোটাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ৷
#নয়াদিল্লি: দু দিন হল নির্বাচন কমিশনের প্রধানের পদে অবসর নিয়েছেন৷ পদ থেকে সরেই নোটবন্দি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত৷ বললেন, ভোটে কালোটাকার ব্যবহার রুখতে নোটবন্দি সাহায্য করেনি৷ নোটবন্দির জেরে ভোটে কালোটাকার রমরমা একটুও কমেনি৷
রাওয়াতের কথায়, 'বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে৷ কিন্তু যে হারে কালোটাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ৷ আগের নির্বাচনগুলিতে যে রাজ্যগুলি থেকে যত কালোটাকা উদ্ধার হয়েছিল, ওই একই রাজ্যগুলি থেকে নোটবন্দির পর নির্বাচনে আরও বেশি কালোটাকা উদ্ধার হয়েছে৷'
advertisement
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 'এর মানে রাজনীতির কারবারি ও লগ্নিকারীদের অর্থের অভাব নেই৷ এ সব ক্ষেত্রে যে ভাবে টাকার ব্যবহার হয়, তা সাধারণত কালোটাকাই হয়৷ নির্বাচনে কালোটাকা ব্যবহার নিয়ে যদি বলতে হয়, তা হলে বলব, কিছুই কমেনি৷'
advertisement
নির্বাচন কমিশনের প্রধানের পদে অনেকটা সময় কাটিয়ে রাওয়াতের আক্ষেপ, নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও টাকার ব্যবহার নিয়ে একটা লিগাল ফ্রেমওয়ার্ক-এর প্রস্তাব আইনমন্ত্রককে দিতে না-পারা৷ তবে এ ক্ষেত্রে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার উপরে পূর্ণ আস্থা রাখছেন রাওয়াত৷
advertisement
বলেন, 'চলতি বছরের অগাস্টে সব রাজনৈতিক দলের বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তহবিলে স্বচ্ছতা আনা জরুরি৷ দলের খরচের একটা সীমা বেঁধে দেওয়া উচিত৷ আমার মনে হয়, আগামী দিনে আলো দেখা যাবে৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2018 1:12 PM IST