'নোটবন্দিতে ভোটে কালোটাকার ব্যবহার একটুও কমেনি, বরং বেড়েছে'

Last Updated:

রাওয়াতের কথায়, 'বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে৷ কিন্ত‌ু যে হারে কালোটাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ৷

#নয়াদিল্লি: দু দিন হল নির্বাচন কমিশনের প্রধানের পদে অবসর নিয়েছেন৷ পদ থেকে সরেই নোটবন্দি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত৷ বললেন, ভোটে কালোটাকার ব্যবহার রুখতে নোটবন্দি সাহায্য করেনি৷ নোটবন্দির জেরে ভোটে কালোটাকার রমরমা একটুও কমেনি৷
রাওয়াতের কথায়, 'বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে৷ কিন্ত‌ু যে হারে কালোটাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ৷ আগের নির্বাচনগুলিতে যে রাজ্যগুলি থেকে যত কালোটাকা উদ্ধার হয়েছিল, ওই একই রাজ্যগুলি থেকে নোটবন্দির পর নির্বাচনে আরও বেশি কালোটাকা উদ্ধার হয়েছে৷'
advertisement
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 'এর মানে রাজনীতির কারবারি ও লগ্নিকারীদের অর্থের অভাব নেই৷ এ সব ক্ষেত্রে যে ভাবে টাকার ব্যবহার হয়, তা সাধারণত কালোটাকাই হয়৷ নির্বাচনে কালোটাকা ব্যবহার নিয়ে যদি বলতে হয়, তা হলে বলব, কিছুই কমেনি৷'
advertisement
নির্বাচন কমিশনের প্রধানের পদে অনেকটা সময় কাটিয়ে রাওয়াতের আক্ষেপ, নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও টাকার ব্যবহার নিয়ে একটা লিগাল ফ্রেমওয়ার্ক-এর প্রস্তাব আইনমন্ত্রককে দিতে না-পারা৷ তবে এ ক্ষেত্রে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার উপরে পূর্ণ আস্থা রাখছেন রাওয়াত৷
advertisement
বলেন, 'চলতি বছরের অগাস্টে সব রাজনৈতিক দলের বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তহবিলে স্বচ্ছতা আনা জরুরি৷ দলের খরচের একটা সীমা বেঁধে দেওয়া উচিত৷ আমার মনে হয়, আগামী দিনে আলো দেখা যাবে৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'নোটবন্দিতে ভোটে কালোটাকার ব্যবহার একটুও কমেনি, বরং বেড়েছে'
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement