'৫ বছরের ভয়ের প্রতিক্রিয়া শাহিনবাগের আন্দোলন,' বললেন নজিব জং

Last Updated:

শাহিনবাগের প্রতিবাদকে স্বতঃস্ফূর্ত বললেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল নজিব জং৷ বললেন, '৫ বছর ধরে ভয়ের প্রতিক্রিয়া হল শাহিনবাগ৷'

#নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে দিল্লির শাহিনবাগে চলছে অবস্থান বিক্ষোভ৷ সেই প্রতিবাদ নজর কেড়েছে গোটা বিশ্বের৷ শাহিনবাগের প্রতিবাদকে স্বতঃস্ফূর্ত বললেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল নজিব জং৷ বললেন, '৫ বছর ধরে ভয়ের প্রতিক্রিয়া হল শাহিনবাগ৷'
শাহিনবাগ এখন গোটা দেশের মুসলিম সমাজের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে৷ শাহিনবাগের আন্দোলন করছে সাধারণ মানুষ৷ মুসলিম নেতৃত্বে শূন্যতা অনেকে বলছেন৷ আপনি কি মনে করেন? News18-এর এই প্রশ্নের উত্তরে নজিব জং বলেন, 'এই শূন্যতা শুধু শাহিনবাগে নয়, সার্বিক ভাবে মুসলিম নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে৷ মুসলিমদের দরকার একটি শিক্ষিত নেতৃত্ব৷ শাহিনবাগে স্বতঃস্ফূর্ত আন্দোলনে একজনও মুসলিম নেতা নেই৷ কিছু মানুষ নিজেরাই একত্রিত হয়ে গোষ্ঠী তৈরি করেছেন৷ দেখিয়ে দিচ্ছেন, কী ভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয়৷'
advertisement
শাহিন বাগের আন্দোলন শাহিন বাগের আন্দোলন
advertisement
তিনি আরও বলেন, 'এই আন্দোলন সাধারণ নয়৷ আমার মনে হয়, একবিংশ শতকে এমন আন্দোলন পৃথিবীর কোথাও হয়নি৷ একমাত্র হংকংয়ের সঙ্গে তুলনা টানা যায়৷ যদিও হংকংয়ের আন্দোলন হিংসাত্মক৷ শিহানবাগ শান্তিপূর্ণ আন্দোলন৷ মনে রাখতে হবে, হংকং একটি শহর৷ শাহিনবাগের আন্দোলন গোটা দেশের৷ আমি রেডিও-তে শুনেছি, ফৈয়াজের হম দেখেঙ্গে তামিল ও কন্নড়ে অনুবাদ হয়েছে৷ এর থেকেই বোঝা যাচ্ছে, আন্দোলনটি কতটা শক্তিশালী৷ সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন৷ বিরোধীরা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, এটা বলা ঠিক নয়৷ দেশের বিরোধী রাজনৈতিকদলগুলি যদি সত্যিই এতটা শক্তিশালী হত, তা হলে আইনটি পাশই হত না সংসদে৷ আসলে এই আন্দোলন ৫ বছর ধরে চলা ভয়ের প্রতিক্রিয়া৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'৫ বছরের ভয়ের প্রতিক্রিয়া শাহিনবাগের আন্দোলন,' বললেন নজিব জং
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement