#নয়াদিল্লি: রাজধানীতে আবারও অশান্তির আগুন। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা রণক্ষেত্র। মৃতের সংখ্যা চার থেকে বেড়ে ২২। সোমবারের পর মঙ্গলবার। ফের দিল্লিতে হিংসার আগুন ৷ রণক্ষেত্র রাজধানীতে বাড়ল মৃতের সংখ্যা ৷
উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা। তা সত্ত্বেও হিংসা রোখা গেল না।
মৌজপুরে তো এ দিন গুলিও চলে। এক সাংবাদিক গুলিবিদ্ধ হন ৷ মৌজপুরেই একটি ই-রিকশায় ভাঙচুর চালিয়ে যাত্রীদের জিনিসপত্র দুষ্কৃতীরা লুঠ করে ৷ এ দিন সকাল থেকেই রাজধানীর পরিবেশ ছিল থমথমে ৷ উত্তর পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ ৷ রাস্তার ধারে কোথাও পোড়া পেট্রোল পাম্প ৷ কোথাও ছাই হয়ে যাওয়া সাইকেল ৷ বেলা বাড়তেই এ দিন নতুন করে অশান্তি। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় আরও পুলিশ-RAF-আধাসেনা নামানো হয়। কিন্তু, তারপরেও রাজধানীতে অশান্তি রোখা যায়নি ৷
সিএএ ইস্যুতে রবিবার থেকেই উত্তপ্ত রাজধানী। সোমবার আগুন-মৃত্যু। মঙ্গলবারও ছবিটা বদলাল না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Clash over CAA issue, Death Toll, Delhi Clash, Delhi Violence