Delhi Election 2020 LIVE: ২০১৫ ফিরল না কিন্তু বেলা বাড়তেই ভোটের হার বেড়ে দাঁড়াল ৫৫ %

Last Updated:

Voting for Delhi Vidhan Sabha Elections 2020: ৭০ আসনের বিধানসভার ভাগ্য নির্ধারণ করবেন ১ কোটি ৪৬ লক্ষ ভোটার।

#নয়াদিল্লি: আজ, শনিবার দিল্লি বিধানসভার নির্বাচন। ৭০ আসনের বিধানসভার ভাগ্য নির্ধারণ করবেন ১ কোটি ৪৬ লক্ষ ভোটার। রাজধানীর শাসক দল আপের কাছে ক্ষমতা ধরের রাখার লড়াই। ২০১৫ বিধানসভা ভোটে ৭০ মধ্যে ৬৭ আসন পায় আপ। এবারও আপের ঝুলিতে ৫০টির বেশি আসন যাবে বলে একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় ইঙ্গিত মিলেছে।
ভোটে বিনামূল্যে জল-বিদ্যুৎ-মহল্লা ক্লিনিক, সরকারি শিক্ষাব্যবস্থাকে হাতিয়ার করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার মোকাবিলায় মেরুকরণই বিজেপির তাস বলে মত রাজনৈতিক মহলের। ভোটে শাহিনবাগের CAA বিরোধী আন্দোলনকে ইস্যু করেছে মোদি-শাহের দল। আপ-বিজেপির লড়াইয়ের মাঝে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। CAA-NRC বিরোধী ক্ষোভকে পুঁজি করে ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস শিবির। কিন্তু তারপরও ভোটের দিল্লিতে কংগ্রেসকে ফ্যাক্টর মানতে নারাজ রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election 2020 LIVE: ২০১৫ ফিরল না কিন্তু বেলা বাড়তেই ভোটের হার বেড়ে দাঁড়াল ৫৫ %
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement