‘রাম জন্মভূমি’ সেমিনার নিয়ে বিক্ষোভ দিল্লি বিশ্ববিদ্যালয়ে

Last Updated:

‘রাম জন্মভূমি’ ইস্যু নিয়ে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয় ৷ রাম জন্মভূমি নিয়ে আয়োজিত সেমিনার বন্ধের দাবিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস ও বামপন্থী ছাত্র সংগঠন ৷ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী হলেন এই সেমিনারের প্রধান বক্তা ৷

#নয়াদিল্লি: ‘রাম জন্মভূমি’ ইস্যু নিয়ে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয় ৷ রাম জন্মভূমি নিয়ে আয়োজিত সেমিনার বন্ধের দাবিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস ও বামপন্থী ছাত্র সংগঠন ৷ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী হলেন এই সেমিনারের প্রধান বক্তা ৷
শুক্রবারই দিল্লি বিশ্ববিদ্যালয়ের যুব কংগ্রেস ও বামপন্থী ছাত্র সংগঠন এই সেমিনারের বিরুদ্ধে প্রতিবাদ জানান ৷ সেমিনার বন্ধ না করা হলে শনিবার তারা বিক্ষোভ করবেন বলে আগেই জানিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ৷ তাদের সমর্থনে এগিয়ে এসেছিলেন কয়েকজন অধ্যাপকও ৷ বিক্ষোভ ও প্রতিবাদের কথা শুনে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ‘অসহিষ্ণুতা নিয়ে অনেকদিন ধরে চিৎকার শুনে আসছি ৷ কিন্তু কোথায় অসহিষ্ণুতা? সেমিনারের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আর তাছাড়াও সেমিনার কোনও রাজনীতিবিদ করাচ্ছেন না ৷ ইতিহাসবিদ, রিসার্চার আর পড়ুয়াদের জন্য এই সেমিনারটি হচ্ছে ৷ এতে আপত্তির থাকতে পারে না ৷ আপত্তি শুধু বামপন্থীদের ৷ বিক্ষোভকারিরা আইন ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে ৷’
advertisement
সংবাদ সংস্থা সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সেমিনার চলাকালীন গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন বিক্ষোভকারিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে ‘শ্রী রাম জন্মভূমি মন্দির’ এই বিষয় নিয়ে দু’দিনের সেমিনারের আয়োজন করেছিলেন স্বর্গীয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংহলের প্রতিষ্ঠিত সংগঠন অরুন্ধতী বিশিষ্ট অনুসন্ধান পীঠ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘রাম জন্মভূমি’ সেমিনার নিয়ে বিক্ষোভ দিল্লি বিশ্ববিদ্যালয়ে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement