• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মহালয়ায় সাংসদের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ডায়মন্ড হারবারে

মহালয়ায় সাংসদের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ডায়মন্ড হারবারে

মহালায়া উপলক্ষে সাংসদের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ডায়মন্ড হারবারে

মহালায়া উপলক্ষে সাংসদের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ডায়মন্ড হারবারে

দেবীপক্ষের সূচনায়, ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুব তৃণমূলের বিশেষ কর্মসূচি

 • Share this:

  দক্ষিণ ২৪ পরগনা: পিতৃপক্ষের অবসানে সূচনা হলো দেবীপক্ষের। মহালয়ার ভোরে প্রত্যেকটি গঙ্গার ঘাটে পিতৃ-পুরুষের শান্তি কামনার ভিড় জমায় সন্তান-সন্ততিরা। আর ঠিক সেই মতই সকাল থেকেই গঙ্গার ঘাট গুলিতে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। সূর্য দেবতা কে সাক্ষী রেখে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় সকাল থেকেই গঙ্গার ঘাট গুলিতে ছিল মানুষের ভিড়। তবে প্রত্যেকটি গঙ্গার ঘাটে ছিল প্রশাসনের নজরদারি। দুর্ঘটনা এড়াতে প্রস্তুত ছিল প্রশাসন। অন্যদিকে প্রত্যেক বারের মতো এবারেও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে গঙ্গার ঘাটে তর্পণ করতে আসা প্রত্যেকটি মানুষের জন্যই ছিল বিশেষ ব্যবস্থা। ডায়মন্ড হারবার জেটিঘাট সহ রায়চক নদীর ঘাট প্রত্যেকটি জায়গাতেই তর্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  Published by:Ananya Chakraborty
  First published: