Delhi Student's Last Note: ‘আমার অঙ্গ প্রত্যঙ্গ দান করে দেবেন যদি সেগুলো কাজ করার মতো অবস্থায় থাকে’...চরম সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ চিঠিতে যা লিখল দিল্লির ছাত্র
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Delhi Student's Final Note:এই সুইসাইড নোটের ভিত্তিতে মৃত কিশোরের বাবা স্কুলের প্রধানশিক্ষক এবং তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে৷ তাঁর অভিযোগ প্রধানশিক্ষক এবং ওই তিন শিক্ষক মিলে তার সন্তানকে এতটাই মানসিক নির্যাতন করেছেন যে সে বাধ্য হয়েছে আত্মঘাতী হতে৷
নয়াদিল্লি : দিল্লির এক নামী স্কুলের ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য৷ পুলিশের প্রাথমিক ধারণা, ওই পড়ুয়া (১৬) মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে৷ যে সুইসাইড নোট সে রেখে গিয়েছে, সেখানে দায়ী করা হয়েছে স্কুলের শিক্ষক এবং প্রধানশিক্ষককে৷ এই সুইসাইড নোটের ভিত্তিতে মৃত কিশোরের বাবা স্কুলের প্রধানশিক্ষক এবং তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে৷ তাঁর অভিযোগ প্রধানশিক্ষক এবং ওই তিন শিক্ষক মিলে তার সন্তানকে এতটাই মানসিক নির্যাতন করেছেন যে সে বাধ্য হয়েছে আত্মঘাতী হতে৷
পুলিশ জানিয়েছে ছাত্রের সুইসাইড নোটে লেখা আছে, ‘স্যরি মা, এত বার আপনার হৃদয় ভেঙেছি, এখন শেষ বার আপনার হদয় চূর্ণ করব৷ স্কুলের শিক্ষকরা এখন এরকমই হন, কী আর বলব!’ বুধবার দায়ের করা এফআইআর-এ ওই কিশোরের বাবা বলেছেন যে তাঁর ছেলে মঙ্গলবার সকাল ৭.১৫ মিনিটে স্কুলের উদ্দেশে রওনা হয়েছিল। দুপুর ২.৪৫ মিনিট নাগাদ বাবা ফোন পান যে মধ্য দিল্লির রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনের কাছে তাঁর ছেলে আহত অবস্থায় পড়ে আছে। যে ফোন করেছিল, তাঁকে তাঁর ছেলেকে বিএল কাপুর হাসপাতালে নিয়ে যেতে বলেন কিশোরের বাবা৷ এর পর পরিবার ওই হাসপাতালে পৌঁছলে জানানো হয় যে তাঁদের সন্তান মারা গিয়েছে। কিশোরের বাবা অভিযোগ, তাঁর ছেলের বন্ধুরা তাঁকে বলেছে যে একজন শিক্ষক গত চার দিন ধরে হুমকি দিচ্ছেন যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এবং একটি ট্রান্সফার সার্টিফিকেট জারি করা হবে।
advertisement
বাবা বলেন যে মঙ্গলবার একটি নাটকের ক্লাস চলাকালীন তাঁর ছেলে পড়ে যায় এবং একজন শিক্ষক তাঁকে অপমান করেন এবং তাকে উপহাস করে বলেন যে সে অতিরিক্ত অভিনয় করছে। তাকে এতটাই তিরস্কার করা হয়েছিল যে সে কাঁদতে শুরু করে। তখন শিক্ষক বলেন যে সে যত খুশি কাঁদতে পারে এবং এতে তার কোনও লাভ নেই। বাবা বলেন, যখন এই সব ঘটছিল তখন অধ্যক্ষও উপস্থিত ছিলেন, কিন্তু এটি বন্ধ করার জন্য তিনি কিছুই করেননি। ওই ব্যক্তি বলেন, তাঁদের ছেলে শিক্ষকদের দ্বারা মানসিক হয়রানির কথা বলেছিল৷ এই মর্মে তাঁরা স্কুলে অভিযোগও দায়ের করেছিলেন৷ কিন্তু কোনও লাভ হয়নি।
advertisement
advertisement

নিহত কিশোরের বাবা সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে দশম শ্রেণীর পরীক্ষা শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে বলে তাঁরা স্কুলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা থেকে এড়িয়ে গিয়েছেন। তাঁরা কিশোরকে আশ্বস্ত করেছিলেন যে পরীক্ষা শেষ হলে তাঁকে অন্য কোনও স্কুলে ভর্তি করা হবে।
advertisement
সুইসাইড নোট
ছেলেটির ব্যাগে পাওয়া একটি সুইসাইড নোটে আর্জি রাখা হয়েছে, সেই চিঠি যে পাবে তাঁকে একটি নির্দিষ্ট নম্বরে ফোন করতে হবে৷ এর পর সে তার অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে বলে, যদি সেগুলো “কাজ করার মতো অবস্থায়” থাকে। “যদি আমার শরীরের কোন অংশ কাজ করে বা কাজ করার মতো অবস্থায় থাকে, তাহলে দয়া করে এটি এমন কাউকে দান করুন যার সত্যিই এটির প্রয়োজন,” আত্মঘাতী কিশোর লিখে গিয়েছে সুইসাইড নোটে।
advertisement
আরও পড়ুন : ‘যত খুশি কাঁদো,আমার কিছু যায় আসে না…’ শিক্ষকের তিরস্কার! যে অপমানে চরম সিদ্ধান্ত ছাত্রের
অধ্যক্ষ এবং দুই শিক্ষকের নাম উল্লেখ করে সে বলে, তার শেষ ইচ্ছা হল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যাতে অন্য কোনও ছাত্র বাধ্য হয়ে আত্মহনন না করে। ছেলেটি তার ২০ বছর বয়সি দাদার কাছে ক্ষমা চায়, তার সঙ্গে অভদ্র আচরণের জন্য৷ এবং তার বাবার কাছে ক্ষমা চায় তাঁর মতো ভাল মানুষ হতে পারেনি বলে। মাকে ধন্যবাদ জানিয়েছে সব সময় তার পাশে থাকার কথা মনে রেখে৷ মায়ের কাছে তার শেষ অনুরোধ, বাবা আর দাদাকে দেখে রাখার জন্য৷
advertisement
If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 2:56 PM IST

