#নয়াদিল্লি: লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর ভারতের নির্ধারিত সেনা মুভেমেন্টেও নাক গলাচ্ছে চিন ৷ ভারতীয় সেনারা নিজেদের নির্ধারিত সীমা ছেড়ে চিনের মধ্যে চোরাগোপ্তা ঢুকছে ৷ এই অভিযোগ উড়িয়ে দিয়ে সাফ জানিয়ে দিল দিল্লি ৷
বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সমস্ত রকম ক্রিয়াকলাপ নিজেদের সীমান্তের পাশ থেকেই হচ্ছে ৷ তাঁরা আরও জানিয়েছেন, সীমান্তে ঠিক কী করা উচিত আর কী করা উচিত নয় তা নিয়ে ভারত সবসময়েই নিয়ম মেনে চলে ৷ ভারত নিজেদের সুরক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্যেও বদ্ধপরিকর ৷
লাদাখ ও উত্তর সিকিমের বেশ কিছু এলাকায় শেষ কয়েকদিন ধরে প্রচুর কার্যকলাপ বাড়িয়েছে ৷ গত দু’সপ্তাহে এর জেরে ভারত -চিন সীমান্তে বরাবর দুটো বড় লড়াই হয়েছে ভারত ও চিন সেনার মধ্যে ৷
মঙ্গলবার চিন মারাত্মক অভিযোগ করে যে ভারতীয় সেনারা নিজেদের সীমান্ত পেরিয়ে চিনে ঢুকছে যা আসলে লাইন অফ অ্যাক্ট কন্ট্রোল বরাবর একতরফা ভাবে স্থিতি পরিবর্তনের চেষ্টা৷ সিকিম ও লাদাখ বরাবরই এই কাজ করছে ভারত দাবি চিনের ৷
‘পশ্চিম সেক্টর ও সিকিম সেক্টরে ভারতীয় সেনারা যা মুভমেন্ট করেছে তা নিয়ে অযথা অন্যরকম কিছু দাবির কোনও মানে নেই ৷ আর এর কোনও সত্যতা নেই ৷ ভারতীয় সেনা লাইন অফ অ্যাক্ট কন্ট্রোল সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল ৷ আর সেটা তারা পুরোপুরি মেনে চলে ৷ ’এমইএ -র মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব অনলাইন সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন৷
‘অন্যদিকে এরা চিনা সেনা যারা ভারতের স্বাভাবিক কর্মকাণ্ডকেও সন্দেহের চোখে দেখে মন্তব্য করছে ৷ ভারতীয় সেনারা সবসময়েই সীমান্ত রক্ষার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলে ৷ ’ তিনি আরও বলেন , ‘এই মুহূর্তে আমরা ভারতের সুরক্ষা ও সার্বভৌমত্ব মেনে চলার বিষয়ে একেবারে বদ্ধপরিকর ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, India, Indo-China