চোরাগোপ্তা সীমান্ত লঙ্ঘন ভারতের, চিনের মারাত্মক অভিযোগে সপাট উত্তর দিল্লির

Last Updated:

লাদাখ ও উত্তর সিকিমের বেশ কিছু এলাকায় শেষ কয়েকদিন ধরে প্রচুর কার্যকলাপ বাড়িয়েছে ৷ গত দু সপ্তাহে এর জেরে ভারত -চিন সীমান্ত বরাবর দুটো বড় লড়াই হয়েছে ভারত ও চিনা সৈন্যের মধ্যে ৷

#নয়াদিল্লি: লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর ভারতের নির্ধারিত সেনা মুভেমেন্টেও নাক গলাচ্ছে চিন ৷ ভারতীয় সেনারা নিজেদের নির্ধারিত সীমা ছেড়ে চিনের মধ্যে চোরাগোপ্তা ঢুকছে ৷ এই অভিযোগ উড়িয়ে দিয়ে সাফ জানিয়ে দিল দিল্লি ৷
বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সমস্ত রকম ক্রিয়াকলাপ নিজেদের সীমান্তের পাশ থেকেই হচ্ছে ৷ তাঁরা আরও জানিয়েছেন, সীমান্তে ঠিক কী করা উচিত আর কী করা উচিত নয় তা নিয়ে ভারত সবসময়েই নিয়ম মেনে চলে ৷ ভারত নিজেদের সুরক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্যেও বদ্ধপরিকর ৷
লাদাখ ও উত্তর সিকিমের বেশ কিছু এলাকায় শেষ কয়েকদিন ধরে প্রচুর কার্যকলাপ বাড়িয়েছে ৷ গত দু’সপ্তাহে এর জেরে ভারত -চিন সীমান্তে বরাবর দুটো বড় লড়াই হয়েছে ভারত ও চিন সেনার মধ্যে ৷
advertisement
advertisement
মঙ্গলবার চিন মারাত্মক অভিযোগ করে যে ভারতীয় সেনারা নিজেদের সীমান্ত পেরিয়ে চিনে ঢুকছে যা আসলে লাইন অফ অ্যাক্ট কন্ট্রোল বরাবর একতরফা ভাবে স্থিতি পরিবর্তনের চেষ্টা৷ সিকিম ও লাদাখ বরাবরই এই কাজ করছে ভারত দাবি চিনের ৷
‘পশ্চিম সেক্টর ও সিকিম সেক্টরে ভারতীয় সেনারা যা মুভমেন্ট করেছে তা নিয়ে অযথা অন্যরকম কিছু দাবির কোনও মানে নেই ৷ আর এর কোনও সত্যতা নেই ৷ ভারতীয় সেনা লাইন অফ অ্যাক্ট কন্ট্রোল সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল ৷ আর সেটা তারা পুরোপুরি মেনে চলে ৷ ’এমইএ -র মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব অনলাইন সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন৷
advertisement
‘অন্যদিকে এরা চিনা সেনা যারা ভারতের স্বাভাবিক কর্মকাণ্ডকেও সন্দেহের চোখে দেখে মন্তব্য করছে ৷ ভারতীয় সেনারা সবসময়েই সীমান্ত রক্ষার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলে ৷ ’ তিনি আরও বলেন , ‘এই মুহূর্তে আমরা ভারতের সুরক্ষা ও সার্বভৌমত্ব মেনে চলার বিষয়ে একেবারে বদ্ধপরিকর ৷ ’
বাংলা খবর/ খবর/দেশ/
চোরাগোপ্তা সীমান্ত লঙ্ঘন ভারতের, চিনের মারাত্মক অভিযোগে সপাট উত্তর দিল্লির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement