Air Pollution: একটা তো পশ্চিমবঙ্গেই! ভারতে রয়েছে ৫ শহর, AQI ৫০-এরও কম! দিল্লির দূষণে একেবারে উল্টো ছবি এখানে

Last Updated:

তবে, জানেন কি, ভারতে এমনও শহর রয়েছে, যার AQI ঠিক এই সময়ে দাঁড়িয়ে ৫০-এরও নীচে৷ অর্থাৎ, দূষণ প্রায় নেই বললেই চলে৷ স্বচ্ছ, তরতাজা, ফুরফুরে অক্সিজেন যুক্ত হাওয়া বইছে যেখানে৷ এমন শহরের তালিকায় পশ্চিমবঙ্গের এক শহরেরও নাম রয়েছে কিন্তু৷

News18
News18
শীতকাল আসার সাথে সাথে, ধোঁয়ার চেনা কুয়াশা আবারও দিল্লিকে ঢেকে ফেলে, যার ফলে AQI-এর মাত্রা বিপজ্জনক উচ্চতায় পৌঁছেছে। রাজধানীর বায়ু মানের সূচক বর্তমানে ৩৭০ ছাড়িয়ে গিয়েছে৷ ক’দিন আগেও যে সূচক পৌঁছে গিয়েছিল ৭০০-র উপরে৷ দমবন্ধ দূষণ থেকে বাঁচতে কোটি কোটি টাকা খরচ কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করেছিল দিল্লি সরকার৷ পরিবেশবিদেরা বলছেন, দিল্লির বাতাসে শ্বাস নেওয়ার অর্থ পর পর সিগারেট খেয়ে যাওয়া৷ সম্প্রতি বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে খারাপ AQI-এর দৃষ্টান্ত সামনে এসেছে মুম্বই থেকেও৷
advertisement
তবে, জানেন কি, ভারতে এমনও শহর রয়েছে, যার AQI ঠিক এই সময়ে দাঁড়িয়ে ৫০-এরও নীচে৷ অর্থাৎ, দূষণ প্রায় নেই বললেই চলে৷ স্বচ্ছ, তরতাজা, ফুরফুরে অক্সিজেন যুক্ত হাওয়া বইছে যেখানে৷ এমন শহরের তালিকায় পশ্চিমবঙ্গের এক শহরেরও নাম রয়েছে কিন্তু৷
advertisement
তবে, জানেন কি, ভারতে এমনও শহর রয়েছে, যার AQI ঠিক এই সময়ে দাঁড়িয়ে ৫০-এরও নীচে৷ অর্থাৎ, দূষণ প্রায় নেই বললেই চলে৷ স্বচ্ছ, তরতাজা, ফুরফুরে অক্সিজেন যুক্ত হাওয়া বইছে যেখানে৷ এমন শহরের তালিকায় পশ্চিমবঙ্গের এক শহরেরও নাম রয়েছে কিন্তু৷
advertisement
aqi.in থেকে প্রাপ্ত রিয়েল-টাইম তথ্য অনুসারে (৭ নভেম্বর বিকাল ৩:৫০ পর্যন্ত), এই পাঁচটি ভারতীয় শহর যেখানে AQI ৫০ এর নীচে ছিল৷ প্রথমেই হল কেরলের তিরুঅনন্তপুরম৷ AQI-এর মাত্রা মাত্র ৪৭৷
aqi.in থেকে প্রাপ্ত রিয়েল-টাইম তথ্য অনুসারে (৭ নভেম্বর বিকাল ৩:৫০ পর্যন্ত), এই পাঁচটি ভারতীয় শহর যেখানে AQI ৫০ এর নীচে ছিল৷ প্রথমেই হল কেরলের তিরুঅনন্তপুরম৷ AQI-এর মাত্রা মাত্র ৪৭৷
advertisement
তারপরেই সিকিমের গ্যাংটক, AQI ৪৪৷ এরপরেই রয়েছে অসমের গুয়াআটি, AQI ৪২৷
তারপরেই সিকিমের গ্যাংটক, AQI ৪৪৷ এরপরেই রয়েছে অসমের গুয়াআটি, AQI ৪২৷
স্বচ্ছ দূষণহীন বাতাসের নিরিখে এরপরেই রয়েছে  মেঘালয়ের রাজধানী শিলং৷ AQI ২৬৷ আর সবচেয়ে দূষণমুক্ত শহর রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গেই৷ তার নাম দার্জিলিং৷ এখানে AQI মাত্র ২২৷
advertisement
স্বচ্ছ দূষণহীন বাতাসের নিরিখে এরপরেই রয়েছে মেঘালয়ের রাজধানী শিলং৷ AQI ২৬৷ আর সবচেয়ে দূষণমুক্ত শহর রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গেই৷ তার নাম দার্জিলিং৷ এখানে AQI মাত্র ২২৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air Pollution: একটা তো পশ্চিমবঙ্গেই! ভারতে রয়েছে ৫ শহর, AQI ৫০-এরও কম! দিল্লির দূষণে একেবারে উল্টো ছবি এখানে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement