Delhi Elections 2020: দিল্লির মধ্যে 'ছোট ছোট পাকিস্তান' ট্যুইট, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ

Last Updated:

৮ ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন৷ রাজনৈতিক তর্জা তুঙ্গে৷ এ হেন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপি প্রার্থী কপিল মিশ্র ট্যুইট করেন, 'দিল্লির মধ্যে অনেকগুলি মিনি পাকিস্তান তৈরি হয়েছে৷ ৮ ফেব্রুয়ারি দিল্লির রাজপথে ভারত বনাম পাকিস্তান লড়াই হবে৷'

#নয়াদিল্লি: 'মিনি পাকিস্তান' ট্যুইটে দিল্লির বিজেপি প্রার্থী কপিল মিশ্রর বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই কপিলকে শো-কজ নোটিশ পাঠিয়েছে রিটার্নিং অফিসার৷ একই সঙ্গে তাঁকে ওই ট্যুইটটি তুলে দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷
৮ ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন৷ রাজনৈতিক তর্জা তুঙ্গে৷ এ হেন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপি প্রার্থী কপিল মিশ্র ট্যুইট করেন, 'দিল্লির মধ্যে অনেকগুলি মিনি পাকিস্তান তৈরি হয়েছে৷ ৮ ফেব্রুয়ারি দিল্লির রাজপথে ভারত বনাম পাকিস্তান লড়াই হবে৷'
advertisement
এখানেই শেষ নয়৷ কপিলের ট্যুইট, 'পাকিস্তানের প্রবেশ শাহিনবাগে হয়ে গিয়েছে৷ দিল্লিতেও ছোট ছোট পাকিস্তান তৈরি করা হচ্ছে৷' কপিলের এই ট্যুইটের পরেই নির্বাচন কমিশনের রোষের মুখে পড়েন কপিল৷ কমিশন জানিয়ে দেয়, নির্বাচনী বিধির ধারা লঙ্ঘন হয়েছে৷ কোনও প্রার্থী এমন কোনও কাজ করতে পারেন না, যা কোনও জাতি, সম্প্রদায় বা ধর্মের মানুষকে হিংসামূলক উস্কানি দেয়৷
advertisement
রিটার্নিং অফিসারের নোটিসে আরো বলা হয়, কপিল মিশ্র যা করেছেন, তা আইনত অপরাধ৷ দিল্লিক মুখ্য নির্বাচনী আধিকারিক ট্যুইট সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Elections 2020: দিল্লির মধ্যে 'ছোট ছোট পাকিস্তান' ট্যুইট, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement