New Delhi News: গাড়ি আস্তে চালাতে বলায় পুলিশকর্মীকে পিষেই মারল গাড়ি চালক, দিল্লিতে হাড়হিম করা ঘটনা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
New Delhi News: দিল্লির ওই এলাকায় সাধারণ মানুষ সেজে চুরি,ছিনতাইয়ের ঘটনা ঘটছিল বলে খবর ছিল। সেই ঘটনার তদন্তেই সেখানে ছিলেন সন্দীপ। তখনই বেসামাল ভাবে গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখন ওই ব্যক্তিকে ধীরে গাড়ি চালাতে বলেন সন্দীপ। এই শুনেই তাঁকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে প্রায় ১০ মিটার টেনে নিয়ে গিয়ে আরও একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারেন।
নয়াদিল্লি: গাড়ি আস্তে চালাতে বলা ছিল অপরাধ আর তাঁর মাশুল দিতে হল প্রাণ দিয়ে। সন্দীপ নামে দিল্লি পুলিশের এক কন্সস্টেবলকে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলল এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে গাড়ি আস্তে চালাতে বলেছিলেন সন্দীপ কিন্তু তা শুনেই তাঁকে পিষে মেরে দেন তিনি।
দিল্লির ওই এলাকায় সাধারণ মানুষ সেজে চুরি,ছিনতাইয়ের ঘটনা ঘটছিল বলে খবর ছিল। সেই ঘটনার তদন্তেই সেখানে ছিলেন সন্দীপ। তখনই বেসামাল ভাবে গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখন ওই ব্যক্তিকে ধীরে গাড়ি চালাতে বলেন সন্দীপ। এই শুনেই তাঁকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে প্রায় ১০ মিটার টেনে নিয়ে গিয়ে আরও একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারেন।
advertisement
advertisement
#BreakingNews | Delhi Police constable has been crushed to death in Delhi’s Nangloi area, victim hit by speeding car@GoyalYashco with more inputs @kritsween | #delhi #constable #Accident pic.twitter.com/qxqunkaP38
— News18 (@CNNnews18) September 29, 2024
advertisement
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ” সন্দীপ একটা গলি থেকে বেরিয়ে বাঁ দিক নিয়ে ওই গাড়িটিকে ধীরে করতে বলেন। কিন্তু, গাড়িটি গতি না কমিয়ে সরাসরি তাঁর বাইকে এসে ধাক্কা মারেন এবং সন্দীপকে প্রায় ১০ মিটার টেনে নিয়ে যায়। মাথায় গুরুতর মাথায় আঘাত লাগায় সন্দীপের মৃত্যু হয়।”
advertisement
দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়, গতকাল দিল্লির নানগ্লোই এলাকায় টহল দিচ্ছিলেন কন্সস্টেবল সন্দীপ ঠিক সেই সময় একটি বেপরোয়া গাড়ির চালক সরাসরি এসে তাঁকে ধাক্কা মারে। তাঁকে ১০ মিটার টেনে নিয়ে যায় এবং তারপর একটি দাঁড়ানো গাড়িতে ধাক্কা মারে।
আউটার দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন, “প্রাথমিক তথ্যপ্রমাণ দেখে জানা যাচ্ছে, এটা সম্পূর্ণ প্রতিহিংসামূলক ঘটনা। মূল অভিযুক্তকে পাকড়াও করার পর আমরা বাকি তদন্ত করব।”
advertisement
ইতিমধ্যেই দিল্লি পুলিশের পক্ষ থেকে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় মামলা রুজু হয়েছে। দুজন ব্যক্তির বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে দিল্লি পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 29, 2024 2:00 PM IST