টুই‌টারে শিশু যৌন নির্যাতন নিয়ে কনটেন্ট! এবার কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের

Last Updated:

যে সকল টুইটার অ্যাকাউন্ট থেকে শিশু যৌন নির্যাতনের মতো জঘন্য বিষয় শেয়ার করা হয়, সেই সকল অ্যাকাউন্টের সম্পর্কে বিশদে জানাতে টুইটারকে নির্দেশ দিল দিল্লি পুলিশ।

#দিল্লি: শিশু নির্যাতন নিয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল দিল্লি পুলিশ (Delhi Police)। যে সকল টুইটার অ্যাকাউন্ট থেকে শিশু যৌন নির্যাতনের মতো জঘন্য বিষয় শেয়ার করা হয়, সেই সকল অ্যাকাউন্টের সম্পর্কে বিশদে জানাতে টুইটারকে নির্দেশ দিল দিল্লি পুলিশ। মঙ্গলবার এই মর্মে একটি মামলা রুজু করে দিল্লি পুলিশ।
শিশু সুরক্ষার জাতীয় কমিশন (National Commission for Protection of Child Rights)-এর একটি চিঠির ভিত্তিতে এই মামলা রুজু করে দিল্লি পুলিশ। কমিশনের অভিযোগ, এক নাবালিকাকে অনলাইনের মাধ্যমে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল এবং টুইটারে পর্ণোগ্রাফিক বস্তু পাওয়া গিয়েছে। এই মর্মে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এছাড়াও টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা শিশু যৌন নির্যাতন নিয়ে 'জিরো টলারেন্স পলিসি অবলম্বন করেন।
advertisement
এর আগে ভারতের ভুল ম্যাপ দেখিয়ে বিতর্কে জড়িয়েছিল টুইটার। এই ম্যাপে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে একটি পৃথক দেশ হিসেবে দেখানোর অভিযোগ ওঠে টুইটারের বিরুদ্ধে। এই মর্মে একটি মামলা দায়ের করা হয় টুইটারের বিরুদ্ধে। এরপর সেই ম্যাপটি সরিয়ে নেওয়া হয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। গত মাস থেকে নতুন তথ্য প্রযুক্তি আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বিস্তর টানাপোড়েন চলছে টুইটার ও সরকারের মধ্যে। ইতিমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন যে এই নতুন আইন মানছে না টুইটার।
advertisement
advertisement
নতুন নিয়ম অনুযায়ী টুইটারকে একজন চিফ কমপ্লায়েন্স অফিসার, একজন অভিযোগ শোনার আধিকারিক ও সরকারের ও আইনের রক্ষকদের যোগাযোগ রাখার জন্য একজন আধিকারিক নিয়োগ করতে হবে। এই নিয়ম না মানলে আগামী দিনে টুইটারের সব আইনি সুবিধে তুলে নিতে পারে সরকার। অন্যদিকে ভারতে তাঁদের কর্মীদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টুই‌টারে শিশু যৌন নির্যাতন নিয়ে কনটেন্ট! এবার কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement