Delhi Municipal Election Exit Poll: দিল্লি পুরনিগমে আম-আদমি পার্টির ঝড়, ধরাশায়ী BJP! ইঙ্গিত এক্সিট পোলে

Last Updated:

Delhi Municipal Election Exit Poll: এই নির্বাচন আম আদমি পার্টি এবং বিজেপির কাছে অগ্নিপরীক্ষা।

এক্সিট পোলে আপের জয়ের ইঙ্গিত
এক্সিট পোলে আপের জয়ের ইঙ্গিত
#নয়াদিল্লি: ফের দিল্লিতে আপ ঝড়ের পূর্বাভাস। এবার দিল্লি পুরনিগমেও জয়জয়কার হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দলের। অন্তত এক্সিট পোল থেকে পূর্বাভাস তেমনই মিলছে। ১৯৫৮ সালে গঠিত হয়েছিল দিল্লি পুরনিগম। একদশক আগে সেই পুরনিগম তিনভাগে খণ্ডিত হয়েছিল। তবে ২০২২ সালে ফের একবার জুড়ে গেল তিনটি পুরনিগম। ফের ২৫০ ওয়ার্ড বিশিষ্ট অবিভক্ত দিল্লি পুরনিগম গঠিত হল।
এই নির্বাচন আম আদমি পার্টি এবং বিজেপির কাছে অগ্নিপরীক্ষা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিল্লি পুরনিগমে যোগ্য ভোটারের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৩৫৮। মোট ১৩৪৯ জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
advertisement
কী বলছে এক্সিট পোল? আজ তক-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, দিল্লিতে আম আদমি পার্টি পেতে পারে, ১৪৯-১৭১ আসন। টাইমস নাও-এর সমীক্ষা বলছে, আপ-এর ঝুলিতে যেতে পারে ১৪৬ থেকে ১৫৬ আসন। আজ তক এদিকে বিজেপি-কে দিয়েছে ৬৯-৯১ আসন, টাইমস নাও-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, দিল্লি পুরনিগমে বিজেপি পেতে পারে ৮৪-৯৪ আসন, অন্যদিকে, নিউজ X -এর বুথ ফেরত সমীক্ষায় আপ পেতে পারে ১৫৯-১৭৫ আসন আর বিজেপি পেচে পারে ৭০-৯২ আসন। প্রায় সব সমীক্ষাতেই কংগ্রেসকে দেওয়া হয়েছে কমবেশি ১০টি করে আসন। অন্যান্যরা পেতে পারে ৫-৯ আসন।
advertisement
জাতীয় রাজনীতির ক্ষেত্রে পুরনিগমের নির্বাচন ততটাও গুরুত্বপূর্ণ নয়। তবে দিল্লি পুরনিগমের নির্বাচনের বিষয়টি আলাদা। রাজধানীর রাজনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণ করে পুরনিগমের ভোট। টানা দিল্লি বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে এসেছে আম আদমি পার্টি। তবে এর আগে দিল্লির তিনটি পুরনিগমেই মেয়র ছিল বিজেপির। এই আবহে অবিভক্ত পুরনিগম মিজেদের দখলে রাখতে মরিয়া ছিল বিজেপি। প্রসঙ্গত, দিল্লিবাসীর নিত্য দিনের সমস্যা মেটানো এবং পরিষেবা প্রদানের দায়িত্বে আছে এই পুরনিগমই। এই আবহে পুরনিগমের নির্বাচনকে বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে দেখতে শুরু করেছে বিজেপি এবং আম আদমি পার্টি দুই দলই। আর এই কারণেই দুই শিবিরই কোমর বেঁধে এই পুরনিগম নির্বাচনের প্রচারে নেমেছিল। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, আম আদমি পার্টির জয়জয়কার হতে চলেছে দিল্লি পুরনিগমে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Municipal Election Exit Poll: দিল্লি পুরনিগমে আম-আদমি পার্টির ঝড়, ধরাশায়ী BJP! ইঙ্গিত এক্সিট পোলে
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement