হরিয়ানার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দিল্লি জলবোর্ড

Last Updated:

দিল্লি সরকারের অভিযোগের তির হরিয়াণার দিকে । দিল্লি জলবোর্ডের দাবি প্রতিদিন গড়ে ৪৫০ কিউসেক জল হরিয়াণার দিল্লি জলবোর্ডকে দেওয়ার কথা দেওয়ার কথা কিন্তু তার পরিবর্তে হরিয়াণা দিচ্ছে মাত্র ১২০ কিউসেকেরও কম জল ।

#নয়াদিল্লি: দিল্লি সরকারের অভিযোগের তির হরিয়ানার দিকে । দিল্লি জলবোর্ডের দাবি প্রতিদিন গড়ে ৪৫০ কিউসেক জল হরিয়ানার দিল্লি জলবোর্ডকে দেওয়ার কথা কিন্তু তার পরিবর্তে হরিয়ানা দিচ্ছে মাত্র ১২০ কিউসেকেরও কম জল । ফলে জলের হাহাকারে বিপর্যস্ত হচ্ছে দৈনন্দিন জীবন ।
advertisement
এরই পরিপ্রেক্ষিতে দিল্লি জলবোর্ড সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছে হরিয়ানার বিরুদ্ধে । প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ডিভিশনাল বেঞ্চ বৈধতা গ্রহণ করে ২ এপ্রিল শুনানির দিন ধার্য করেছে ।
advertisement
দিল্লি জলবোর্ড আরও অভিযোগ করে ওজিরবাদ ওয়াটার প্ল্যান্ট প্রতিদিন ৪৫০ কিউসেক জল পাওয়ার কথা সেখানে তারা পাচ্ছে মাত্র ৩৩০ কিউসেক জল পাচ্ছে । তারই একটা বিপুল জল ঘাটতি তৈরি হয়েছে ।
advertisement
সম্প্রতি দিল্লি হাইকোর্ট এক নির্দেশিকাতে হরিয়ানা সরকারকে মনে করিয়েছে ২০১৪ নির্দেশিকা অনুযায়ী যত কিউসেক জল দিল্লির পাওয়ার কথা সেই পরিমাণ জলই দিতে হবে ।
বাংলা খবর/ খবর/দেশ/
হরিয়ানার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দিল্লি জলবোর্ড
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement