হরিয়ানার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দিল্লি জলবোর্ড
Last Updated:
দিল্লি সরকারের অভিযোগের তির হরিয়াণার দিকে । দিল্লি জলবোর্ডের দাবি প্রতিদিন গড়ে ৪৫০ কিউসেক জল হরিয়াণার দিল্লি জলবোর্ডকে দেওয়ার কথা দেওয়ার কথা কিন্তু তার পরিবর্তে হরিয়াণা দিচ্ছে মাত্র ১২০ কিউসেকেরও কম জল ।
#নয়াদিল্লি: দিল্লি সরকারের অভিযোগের তির হরিয়ানার দিকে । দিল্লি জলবোর্ডের দাবি প্রতিদিন গড়ে ৪৫০ কিউসেক জল হরিয়ানার দিল্লি জলবোর্ডকে দেওয়ার কথা কিন্তু তার পরিবর্তে হরিয়ানা দিচ্ছে মাত্র ১২০ কিউসেকেরও কম জল । ফলে জলের হাহাকারে বিপর্যস্ত হচ্ছে দৈনন্দিন জীবন ।
advertisement
এরই পরিপ্রেক্ষিতে দিল্লি জলবোর্ড সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছে হরিয়ানার বিরুদ্ধে । প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ডিভিশনাল বেঞ্চ বৈধতা গ্রহণ করে ২ এপ্রিল শুনানির দিন ধার্য করেছে ।
advertisement
বিস্তারিত জানতে পড়ুন : হুবহু মানুষের মত দেখতে বাঁদর, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
দিল্লি জলবোর্ড আরও অভিযোগ করে ওজিরবাদ ওয়াটার প্ল্যান্ট প্রতিদিন ৪৫০ কিউসেক জল পাওয়ার কথা সেখানে তারা পাচ্ছে মাত্র ৩৩০ কিউসেক জল পাচ্ছে । তারই একটা বিপুল জল ঘাটতি তৈরি হয়েছে ।
advertisement
সম্প্রতি দিল্লি হাইকোর্ট এক নির্দেশিকাতে হরিয়ানা সরকারকে মনে করিয়েছে ২০১৪ নির্দেশিকা অনুযায়ী যত কিউসেক জল দিল্লির পাওয়ার কথা সেই পরিমাণ জলই দিতে হবে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 4:06 PM IST