Honour Killing at Delhi: তেইশের যুবককে গুলিতে ঝাঁঝরা করল পরিবার, আশঙ্কাজনক তাঁর স্ত্রী

Last Updated:

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ‘পরিবারের সম্মান রক্ষার্থে’ (Honour Killing) প্রাণ দিতে হল বছর তেইশের তরতাজা যুবককে । হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর ১৯ বছরের স্ত্রী ।

#দ্বারকা: ভালবাসার টানে তাঁরা পালিয়ে গিয়েছিলেন পরিবার ছেড়ে । কিন্তু শেষ রক্ষা হল না । বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ‘পরিবারের সম্মান রক্ষার্থে’ (Honour Killing) প্রাণ দিতে হল বছর তেইশের তরতাজা যুবক বিনয় দাহিয়াকে । হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর ১৯ বছরের স্ত্রী কিরণ দাহিয়া ।
গতকাল, বৃহস্পতিবার ঘটনাট ঘটে দিল্লির দ্বারকার (Delhi, Dwarka) আম্ভারি গ্রামে । দ্বারকা সেক্টর ২৩ পুলিশ স্টেশনে খবর আসে রাত ৯টা নাগাদ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিনয়ের মৃতদেহ উদ্ধার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনয়ের শরীরে ৪টি বুলেটের চিহ্ন ছিল । অন্যদিকে, কিরণকে ৫টি গুলিতে ঝাঁঝরা করা হয়েছিল । ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের । তাঁর স্ত্রী’র অবস্থাও আশঙ্কাজনক । পুলিশের ডেপুটি কমিশনার সন্তোষ কুমার মীনা বলেন, প্রায় ৬ থেকে ৭জন মিলে কিরণ ও বিনয়ের উপর হামলা চালিয়েছিল । কিরণকে স্থানীয় ভেঙ্কটেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত বছর কিরণ ও বিনয় পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন । বিনয় ও কিরণ দু’জনেই সোনপাটের গোপালপুর গ্রামের বাসিন্দা । ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা । তারপর থেকেই ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ওই দম্পতি । কিন্তু পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার ফল যে এ ভাবে ভুগতে হবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি বিনয়-কিরণ ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Honour Killing at Delhi: তেইশের যুবককে গুলিতে ঝাঁঝরা করল পরিবার, আশঙ্কাজনক তাঁর স্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement