Delhi Double Murder: বাড়ির পরিচারকের হাতেই খুন মালকিন ও তাঁর ছেলে ! দিল্লির লাজপত নগরের ফ্ল্যাটে গলা কাটা অবস্থায় মিলল দেহ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mother, Son Found Murdered In Delhi: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ স্ত্রী-ছেলেকে ফোনে না পেয়ে ভয়ে ভয়ে থানায় ফোন করেন কুলদ্বীপ সেওয়ানি। তিনি নিহত মহিলা স্বামী তথা ওই নাবালকের বাবা।
নয়াদিল্লি: দিল্লির লাজপত নগর এলাকায় হাড়হিম করা খুনের ঘটনা। ওই এলাকার এক আবাসনের ফ্ল্যাট থেকে বুধবার রাতে উদ্ধার হয় এক মহিলা ও তাঁর ছেলের ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতদের নাম রুচিকা (৪২) এবং কৃশ (১৪)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মা-ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।
মা রুচিকাকে মাস্টার বেডরুমে এবং তাঁর ছেলে কৃশকে গলা কাটা অবস্থায় পাশের বাথরুমে পাওয়া গিয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে যে উভয় ক্ষত ধারালো বস্তু দিয়ে করা হয়েছে। বাড়ির পরিচারক, যাকে এই মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছিল এবং পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। পরিচারককে উত্তর প্রদেশ পুলিশ পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশনে একটি ট্রেন থেকে আটক করে এদিন। সে একটি দোকানে ড্রাইভার এবং হেল্পার হিসেবেও কাজ করত।
advertisement
advertisement
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পরিচারক মুকেশ স্বীকার করেছে যে সে ৪২ বছর বয়সী মা এবং তাঁর ১৪ বছর বয়সী ছেলে কৃশের গলা কেটে খুন করেছে ‘রাগের বশে’।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল মুকেশ (২৪)। তার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে, তাকে দীনদয়াল উপাধ্যায় জংশনের একটি ট্রেন থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় মুকেশ জানিয়েছে, রুচিকা তাকে বকাবকি করেছিলেন। সেই রাগে তিনি মা ও ছেলেকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
July 03, 2025 2:45 PM IST