Saigal Hossain: সায়গলকে কি দিল্লি নিয়ে যেতে পারবে ইডি? কাল রায় দেবে দিল্লি হাইকোর্ট

Last Updated:

এক সপ্তাহ আগে সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট।

সায়গল হোসেন৷
সায়গল হোসেন৷
#নয়াদিল্লি: গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে মামলার শুনানি আগামিকাল সকালে। সায়গল হোসেনকে দিল্লিতে এনে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে কিনা তা ঠিক হবে আগামিকালের দিল্লি হাইকোর্টের রায়ে। তাঁকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে রায় দিয়েছিল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সায়গল হোসেনের আইনজীবী।
জরুরি ভিত্তিতে রাউজ অ্যাভিনিউ আদালতের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে দায়ের করা মামলার শুনানি হবে জরুরি ভিত্তিতে। দিল্লি হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত যাতে আসানসোলের সংশোধনাগার থেকে সায়গলকে নিয়ে না আসা হয় তার জন্য এই মামলা দায়ের করা হয়। আগামিকাল শুনানির প্রেক্ষিতে এদিকে ও নোটিশ পাঠানো হয়েছে সায়গল হোসেনের আইনজীবীর তরফে।
advertisement
advertisement
এক সপ্তাহ আগে সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সায়গল হোসেনের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ৪৬ লাখ টাকা জমা করা হয়েছিল। আদালতে জানায় ইডি। সায়গল হোসেন নিজেই এই টাকা ব্যাঙ্কে জমা দিয়েছিলেন বলেও আদালতে জানায় ইডি।
advertisement
আরও জানানো হয়, গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই। এর পাশাপাশি ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ইডিও তদন্ত শুরু করেছে। ইডি'র আদালত এই রাজ্যে কটা আছে? এমন প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডির পক্ষ থেকে জানানো হয়, জেল থেকেই গ্রেফতার করা হয়েছে সায়গলকে। সিবিআই হেফাজতে আছেন সায়গল।
কলকাতা হাইকোর্টে আবেদন খারিজ হয়ে যাওয়ায় ইডি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে বলে অনুমান সায়গলের আইনজীবীদের৷ তাই আগে ভাগে সায়গলের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয় শীর্ষ আদালতে৷ ইডি আবেদন করলেও যাতে একপক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট কোনও রায় না দেয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করল ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Saigal Hossain: সায়গলকে কি দিল্লি নিয়ে যেতে পারবে ইডি? কাল রায় দেবে দিল্লি হাইকোর্ট
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement