Arvind Kejriwal bail: শেষ মুহূর্তে আটকে গেল জেল মুক্তি! কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

Last Updated:

আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালকে গতকাল জামিনের নির্দেশ দিয়েছিল দিল্লির নিম্ন আদালত৷

জেল থেকে ছাড়া পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল৷
জেল থেকে ছাড়া পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল৷
নয়াদিল্লি: শেষ মুহূ্র্তে আটকে গেল অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে মুক্তি৷ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছিল, তার উপরে স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট৷ এর ফলে আপাতত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে৷
আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালকে গতকাল জামিনের নির্দেশ দিয়েছিল দিল্লির নিম্ন আদালত৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি৷ নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি শুনানির জন্য আবেদন করে কেন্দ্রীয় এজেন্সি৷
advertisement
advertisement
ইডি-র সেই আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট৷ সওয়াল জবাব শেষে হাইকোর্টের দুই বিচারপতি জানিয়েছেন, যতদিন তাঁরা এই মামলা শুনবেন, ততদিন পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত৷
এ দিন বিকেলে তিহার জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল কেজরিওয়ালের৷ বিকেল চারটের সময় কেজরিওয়ালকে স্বাগত জানাতে তিহার জেলে যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সহ আপ নেতাদের৷ হাইকোর্টের নির্দেশে আপাতত সেই সমস্ত পরিকল্পনাই ধাক্কা খেল৷
advertisement
গতকাল এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন এবং শর্ত স্বাপেক্ষে কেজরিওয়ালকে জামিনের নির্দেশ দেয় দিল্লির একটি নিম্ন আদালত৷ কেজরিওয়ালের উপরে শর্ত দেওয়া হয়, তিনি মামলার তদন্ত প্রক্রিয়া এবং সাক্ষীদের কোনওরকম ভাবে প্রভাবিত করতে পারবেন না৷
কেজরিওয়ালের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, মার্চ মাসে গ্রেফতারের পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেভাবে কোনও তথ্য প্রমাণ জমা দিতে পারেনি ইডি৷ গত মে মাসে নির্বাচনে প্রচারের জন্য কেজরিওয়ালকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের শর্ত মেনে ভোটের ফলপ্রকাশের দু দিন আগে জেলে ফিরেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal bail: শেষ মুহূর্তে আটকে গেল জেল মুক্তি! কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement