Delhi High Court: দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক! কোর্টরুম ছেড়ে বেরিয়ে গেলেন বিচারপতিরা! ই-মেইলে রাহুল গান্ধি-স্ট্যালিনের নাম উল্লেখ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Delhi High Court: ই-মেইল প্রেরকের নাম তেভদিয়া কানিমঝি।
কলকাতা: দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। সব বিচারপতিরা বেরিয়ে গেলেন কোর্টরুম ছেড়ে। ঘটনাস্থলে পুলিশ, নিরাপত্তা রক্ষীরা। যদিও দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। হুমকি ই-মেইলে উঠে আসছে তামিলনাড়ু রাজ্য রাজনীতি সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য। দুপুর দু’টোর মধ্যে দিল্লি হাইকোর্টের বিচারপতিদের চেম্বার ফাঁকা করে দেওয়ার হুমকি দিয়ে মেল করা হয়েছে।
advertisement
ই-মেইল প্রেরকের নাম তেভদিয়া কানিমঝি। IED কোথায় রাখা আছে এবং তার Defuse Code জানার জন্য সত্যবামা সেনগোত্তায়ন নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই ব্যক্তির মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে ই-মেইলে।
advertisement
advertisement
তামিলনাড়ু থেকে কোন ব্যক্তি বা সংগঠন পাকিস্তানের আইএসআইয়ের সহযোগিতা নিয়ে এই ঘটনা ঘটাচ্ছে বলে ই-মেইলে দাবি করা হয়েছে। দেশে আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতারা প্রত্যেকেই পরিবারতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত বলে ই-মেল–এ উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে উল্লেখ করা হয়েছে রাহুল গান্ধি এবং ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের নাম।
advertisement
পরিবারতান্ত্রিক এই নেতাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ই-মেলে। চলতি সপ্তাহেই এমকে স্ট্যালিন–এর ছেলে ইনবানিধি স্ট্যালিনের উপর অ্যাসিড হামলা চালানোর হুমকিও দেওয়া হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 1:37 PM IST