কর্মীদের বেতন দেওয়ার টাকা নেই! কেন্দ্রের কাছে ৫ হাজার কোটি দাবি দিল্লি সরকারের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিসোদিয়ার দাবি, সরকারি কর্মীদের বেতন দিতে এবং বিভিন্ন অফিস চালানোর খরচ বাবদ প্রতি মাসে ৩৫০০ কোটি টাকা প্রয়োজন দিল্লি সরকারের৷
#দিল্লি: টানা দু' মাসের লকডাউনে দেশের সব রাজ্যেরই আয় তলানিতে গিয়ে ঠেকেছে৷ রাজ্যগুলির আর্থিক পরিস্থিতি যে কতটা খারাপ, দিল্লি সরকারের স্বীকারোক্তিতে তা ফের প্রমাণ হয়ে গেল৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনীষ সিসোদিয়ার দাবি, রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার মতো টাকাও এখন সরকারের হাতে নেই৷ পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে কেন্দ্রের কাছ থেকে ৫ হাজার কোটি টাকা সাহায্য দাবি করেছেন তিনি৷
সিসোদিয়ার দাবি, সরকারি কর্মীদের বেতন দিতে এবং বিভিন্ন অফিস চালানোর খরচ বাবদ প্রতি মাসে ৩৫০০ কোটি টাকা প্রয়োজন দিল্লি সরকারের৷ কিন্তু শেষ দু' মাসে জিএসটি থেকে প্রতি মাসে সরকারের আয় হয়েছে ৫০০ কোটি টাকা করে৷ অন্যান্য সূত্র থেকে আয় ধরে সরকারের হাতে এখন ১৭২৫ কোটি টাকা রয়েছে৷ ফলে আগামী দু' মাসে সরকারের আরও ৭ হাজার কোটি টাকা প্রয়োজন৷
advertisement
দিল্লির অর্থমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে কোনও সাহায্যই পায়নি দিল্লি৷ সেই কারণে ৫ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য চেয়ে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন মনীষ৷ দিল্লি অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2020 2:55 PM IST