কর্মীদের বেতন দেওয়ার টাকা নেই! কেন্দ্রের কাছে ৫ হাজার কোটি দাবি দিল্লি সরকারের

Last Updated:

সিসোদিয়ার দাবি, সরকারি কর্মীদের বেতন দিতে এবং বিভিন্ন অফিস চালানোর খরচ বাবদ প্রতি মাসে ৩৫০০ কোটি টাকা প্রয়োজন দিল্লি সরকারের৷

#দিল্লি: টানা দু' মাসের লকডাউনে দেশের সব রাজ্যেরই আয় তলানিতে গিয়ে ঠেকেছে৷ রাজ্যগুলির আর্থিক পরিস্থিতি যে কতটা খারাপ, দিল্লি সরকারের স্বীকারোক্তিতে তা ফের প্রমাণ হয়ে গেল৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনীষ সিসোদিয়ার দাবি, রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার মতো টাকাও এখন সরকারের হাতে নেই৷ পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে কেন্দ্রের কাছ থেকে ৫ হাজার কোটি টাকা সাহায্য দাবি করেছেন তিনি৷
সিসোদিয়ার দাবি, সরকারি কর্মীদের বেতন দিতে এবং বিভিন্ন অফিস চালানোর খরচ বাবদ প্রতি মাসে ৩৫০০ কোটি টাকা প্রয়োজন দিল্লি সরকারের৷ কিন্তু শেষ দু' মাসে জিএসটি থেকে প্রতি মাসে সরকারের আয় হয়েছে ৫০০ কোটি টাকা করে৷ অন্যান্য সূত্র থেকে আয় ধরে সরকারের হাতে এখন ১৭২৫ কোটি টাকা রয়েছে৷ ফলে আগামী দু' মাসে সরকারের আরও ৭ হাজার কোটি টাকা প্রয়োজন৷
advertisement
দিল্লির অর্থমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে কোনও সাহায্যই পায়নি দিল্লি৷ সেই কারণে ৫ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য চেয়ে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন মনীষ৷ দিল্লি অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কর্মীদের বেতন দেওয়ার টাকা নেই! কেন্দ্রের কাছে ৫ হাজার কোটি দাবি দিল্লি সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement