সিভিল সার্ভিসে প্রথম দিল্লির টিনা ডাবি, সফলদের তালিকায় একাধিক বাঙালি

Last Updated:

মঙ্গলবার ঘোষিত হল ২০১৫ সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল ৷ ১০৭৮ জনকে পিছনে ফেলে প্রথম হলেন দিল্লিনিবাসী ২২ বছরের টিনা ডাবি ৷ দ্বিতীয় হয়েছেন জম্মু-কাশ্মীরের রেলওয়ে অফিসার আতহার আমির উল সাফা খান ৷

#নয়াদিল্লি: মঙ্গলবার ঘোষিত হল ২০১৫ সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল ৷ ১০৭৮ জনকে পিছনে ফেলে প্রথম হলেন দিল্লিনিবাসী ২২ বছরের টিনা ডাবি ৷ দ্বিতীয় হয়েছেন জম্মু-কাশ্মীরের রেলওয়ে অফিসার আতহার আমির উল সাফা খান ৷
বহু বছর বাদে সিভিল সার্ভিসে সফলের তালিকায় প্রথম পঞ্চাশের মধ্যে স্থান পেয়েছে বাঙালি৷ পাঁচজন বাঙালি৷ ইউপিএসসি পরীক্ষায় সারা ভারতে ১৯ নম্বর স্থান পেয়েছেন হুগলির শ্বেতা আগরওয়াল। এছাড়াও সফল হয়েছেন সন্দীপ কুমার ঘোষ, সোহাগ সেন,অমৃতা বন্দ্যোপাধ্যায়, অপর্ণা গুপ্ত এবং দেবতোষ চট্টোপাধ্যায় ৷
ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে দেশের শীর্ষ আমলাদের নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। এবছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০৭৮ জন ৷ এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছেন ৪৯৯ জন ৷ ওবিসি বিভাগে ৩১৪ জন, তফসিলি জাতি ও উপজাতি বিভাগ থেকে যথাক্রমে ৭৬ ও ৮৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ৷
advertisement
advertisement
ইউপিএসসি পরীক্ষার ফলাফল দেখা যাবে www.upsc.gov.in ওয়েবসাইটে
বাংলা খবর/ খবর/দেশ/
সিভিল সার্ভিসে প্রথম দিল্লির টিনা ডাবি, সফলদের তালিকায় একাধিক বাঙালি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement