Delhi Rain Situation: রেকর্ড জলস্তরে ফুঁসছে যমুনা! দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের কাছাকাছি এলাকা প্লাবিত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Delhi Rain Situation: দিল্লির দুর্ভোগে বৃষ্টির পাশাপাশি রয়েছে হিমাচলপ্রদেশে প্রবল বর্ষণের প্রভাবও৷ খাস দিল্লিতে সিভিল লাইন্স এলাকায় রিং রোড প্লাবিত৷
নয়াদিল্লি : বিপদসীমার উপর দিয়ে বইতে থাকা যমুনায় জলস্তর কমার কোনও লক্ষণ আপাতত নেই৷ ফলে অশনিসঙ্কেতের আশঙ্কায় দিল্লি শঙ্কিত৷ হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে আরও জল ছাড়ার ফলে বৃহস্পতিবার সাত সকালে যমুনায় জলস্তর পৌঁছেছে ২০৮.৪৬ মিটারে৷ বর্তমানে নদীর জলস্তর বিপদসীমার ৩ মিটার উপর দিয়ে বয়ে চলেছে৷ হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে আর জল না ছাড়ার আর্জি জানিয়ে কেন্দ্রের পদক্ষেপের আবেদন করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার৷ কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে ওই বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়তেই হত৷
প্রসঙ্গত আরও উত্তরে হিমাচল প্রদেশ এ বার প্রবল বর্ষণে বিধ্বস্ত৷ বর্ষার দুর্যোগ সেখানে ধ্বংসলীলা চালিয়েছে৷ তার জেরে জলস্তর বেড়েছে হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধেও৷ দিল্লির দুর্ভোগে বৃষ্টির পাশাপাশি রয়েছে হিমাচলপ্রদেশে প্রবল বর্ষণের প্রভাবও৷ খাস দিল্লিতে সিভিল লাইন্স এলাকায় রিং রোড প্লাবিত৷ মঞ্জু কা টিলা এবং কাশ্মীরি গেট সংযোগকারী অঞ্চল বন্ধ করে রাখা হয়েছে৷ এই এলাকা থেকে মাত্র ৫০০ মিটার দূরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন এবং সংসদভবন৷
advertisement
advertisement
দিল্লিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনির ১২ টি দল৷ যাতে বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধারকাজে কোনও সমস্যা না হয়৷ যদিও রাজধানীতে গত কয়েক দিন বৃষ্টিপাত হয়নি, তা সত্ত্বেও হরিয়ানার বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় দিল্লিবাসীর সঙ্কট বেড়েছে৷ যমুনার তীরবর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে৷ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যমুনার জলস্তর৷ গত কয়েক দশকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সাক্ষী দিল্লিও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 9:13 AM IST