শাহিনবাগে গুলিতে AAP-যোগ? দিল্লি পুলিশের DCP-কে তুলোধনা করে কড়া শাস্তি দিল কমিশন

Last Updated:

একই সঙ্গে দিল্লি পুলিশের কমিশনারকে কমিশনের নির্দেশ, নির্বাচন সংস্কান্ত কোনও কাজে যেন রাজেশ দেওকে নিয়োগ না করা হয়৷

#নয়াদিল্লি: শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় ধৃত কপিল গুজ্জরকে নিয়ে বিবৃতির জন্য দিল্লি পুলিশের ডিসিপি (ক্রাইম ব্রাঞ্চ) রাজেশ দেও-কে নোটিস পাঠাল নির্বাচন কমিশন৷ একই সঙ্গে দিল্লি পুলিশের কমিশনারকে কমিশনের নির্দেশ, নির্বাচন সংস্কান্ত কোনও কাজে যেন রাজেশ দেওকে নিয়োগ না করা হয়৷
গত পয়লা ফেব্রুয়ারি শাহিনবাগে গুলি চালায় কপিল গুজ্জর নামে এক যুবক৷ সেই ঘটনায় কপিলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ এই ঘটনায় ডিসিপি রাজেশ দেও সংবাদ সংস্থাকে বলেন, 'আমরা কপিলের ফোন থেকে কিছু ছবি পেয়েছি তদন্ত চলাকালীন৷ কপিল স্বীকার করেছে, সে ও তার বাবা ২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ আপ-এ যোগ দেয়৷'
ঘটনায় কপিল গুজ্জরের যোগদান নিয়ে দাবি উড়িয়ে দিয়ে আপ জানায়, কপিল বা তার বাবা কোনও দিনই আপ-এর সদস্য ছিল না৷ একই সঙ্গে রাজেশ দেও-র বিরুদ্ধে পদক্ষেপ করার জন্যও নির্বাচন কমিশনের কাছে আর্জি জানায় আপ৷ রাজেশকে আইনি নোটিস পাঠিয়েছে আপ৷  আপ-এর মুখপাত্র সঞ্জয় সিংয়ের কথায়, 'এই প্রথম দেশে এরকম ঘটল, একজন ডিসিপি বলছেন, পুলিশ একটি রাজনৈতিক দলের ভূমিকা খতিয়ে দেখবে৷ পুলিশ তো বিজেপি-র হাতের পুতুল হয়ে গিয়েছে৷'
advertisement
advertisement
সেই ঘটনায় আজ অর্থাত্‍ বুধবার ডিসিপি রাজেশ দেওর বিরুদ্ধে পদক্ষেপ করল কমিশন৷ দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে কমিশন নির্দেশ দিয়েছে, ডিসিপি রাজেশ দেওকে নির্বাচন সম্পর্কিত কোনও কাজে নিয়োগ করা যাবে না৷ ডিসিপি-র ওই বয়ানকে 'অপ্রীতিকর বিবৃতি'-ও আখ্যা দিয়েছে কমিশন৷
বাংলা খবর/ খবর/দেশ/
শাহিনবাগে গুলিতে AAP-যোগ? দিল্লি পুলিশের DCP-কে তুলোধনা করে কড়া শাস্তি দিল কমিশন
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement