Delhi Election Results 2020: দিল্লিতে ভোট শতাংশেও এগিয়ে আপ, ভোট বাড়ল বিজেপির-ও, এই মুহূর্তের ফল

Last Updated:

কিন্তু এত কম ভোট শেয়ারেও বেশ কয়েকটি আসনে কংগ্রেসের জন্য আপ-এর ভোট কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে৷ যার ফায়দা তুলছে বিজেপি৷ ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷

#নয়াদিল্লি: দিল্লিতে মোটামুটি নিশ্চিত, ক্ষমতায় ফিরছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ ভোট শেয়ারেও এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আপ৷ দিল্লিতে এখনও পর্যন্ত আপ ভোট পেয়েছে প্রায় ৫২ শতাংশ৷ বিজেপি গতবারের চেয়ে ভোট শেয়ার বাড়িয়ে এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৪১.২৪ শতাংশ৷ কংগ্রেসের অবস্থা তথৈবচ৷ কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র ৪ শতাংশ৷ অন্যান্যরা ৩ শতাংশ৷ এ ক্ষেত্রে তাত্‍পর্যপূর্ণ গতবারের চেয়ে দিল্লিতে ভোট বেড়েছে বিজেপির৷
দিল্লিতে ভোট শতাংশে কোন দল কোথায় দিল্লিতে ভোট শতাংশে কোন দল কোথায়
কিন্তু এত কম ভোট শেয়ারেও বেশ কয়েকটি আসনে কংগ্রেসের জন্য আপ-এর ভোট কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে৷ যার ফায়দা তুলছে বিজেপি৷ ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷ ২০১৭ সালে দিল্লি পুরসভা নির্বাচনে আপ ২৮ শতাংশ ভোট খুইয়েছে৷ ২০১৫ সালে ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় আসার পরেও৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আপ-এর ভোট শেয়ার কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে৷ অন্যদিকে গতবারের বিধানসভা নির্বাচন ও পুরভোটে বিজেপি খারাপ ফল করলেও, লোকসভা ভোটে বিজেপি প্রচুর ভোট পেয়েছে দিল্লি৷
advertisement
advertisement
advertisement
কংগ্রেসের ক্ষেত্রে গত তিন নির্বাচনের ফলের দিকে তাকালে, ২০১৫ সালে ৩১ শতাংশ, ২০১৭ পুরভোটে ৩৭ থেকে ২০১৯-এর লোকসভা ভোটে একেবারে ৫৭ শতাংশ৷ সেই ভোট কিন্তু আপ-এর থেকেই গিয়েছে কংগ্রেসের দিকে৷
এখনও পর্যন্ত ট্রেন্ড বলছে, মডেল টাউন, করওয়াল নগর, দ্বারকা, কৃষ্ণনগর, মোতি বিহার কেন্দ্রে এগিয়ে বিজেপি৷ সব মিলিয়ে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৫০টি আসনে এগিয়ে আপ৷ ২০টি আসনে এগিয়ে বিজেপি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results 2020: দিল্লিতে ভোট শতাংশেও এগিয়ে আপ, ভোট বাড়ল বিজেপির-ও, এই মুহূর্তের ফল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement