Delhi Election Results 2020: ৫ বছর পরেও 'হাত' খালি! দিল্লিতে ৬৭ আসনে জামানত বাজেয়াপ্ত কংগ্রেসের

Last Updated:

Delhi Election Results 2020: দিল্লি নির্বাচনের প্রচারেই বোঝা গিয়েছিল লড়াইটা মূলত হতে চলেছে আপ বনাম বিজেপি-র৷ কিন্তু কংগ্রেসও চেষ্টা করেছিল৷ মনমোহন সিং, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে কংগ্রেসের তারকা নেতা-নেত্রীরা৷

#নয়াদিল্লি: ৫ বছর পরেও হাতখালি!
২০১৫ সালেরই পুনরাবৃত্তি হল ২০২০ সালে৷ একেবারে শূন্য৷ টানা প্রায় দু দশক দিল্লি শাসন করার পরেও এ বারের দিল্লি বিধানসভায় খাতাই খুলতে পারল না কংগ্রেস৷ ৬৭টি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের৷ ভোট শতাংশের হিসেবেও কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়৷
দিল্লি নির্বাচনের প্রচারেই বোঝা গিয়েছিল লড়াইটা মূলত হতে চলেছে আপ বনাম বিজেপি-র৷ কিন্তু কংগ্রেসও চেষ্টা করেছিল৷ মনমোহন সিং, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে কংগ্রেসের তারকা নেতা-নেত্রীরা৷ কিন্তু শেষরক্ষা হল না৷ ২০১৫ সালে দিল্লিতে ভোট কংগ্রেস ১০ শতাংশ ভোট পেয়েছিল৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পেয়েছিল ২২.৫ শতাংশ৷ ২০২০ সালের বিধানসভায় তা কমে মাত্র ৪ শতাংশ৷
advertisement
advertisement
দিল্লিতে কংগ্রেসের অবস্থা যে শোচনীয়, তা নিঃশর্তে মেনে নিচ্ছেন কংগ্রেসের নেতা-নেত্রীরা৷ দিল্লি কংগ্রেসের সভানেত্রী ও দলের জাতীয় মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দুষছেন দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের দেরিকে৷ তাঁর কথায়, 'সিদ্ধান্ত গ্রহণে দেরি, স্ট্র্যাটেজির অভাব ও রাজ্য স্তরে ঐক্যের অভাবেই আজ এই ফল৷ এখনই সঠিক পদক্ষেপ করতে হবে৷ তবে আমি যেহেতু এই সিস্টেমের অংশ, তাই এই হারের দায় আমারও৷'
advertisement
advertisement
কংগ্রেসের ভরাডুবি হলেও দিল্লিবাসীর রায়কে স্বাগত জানালেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ বললেন, 'বিজেপি ভুল বোঝাতে চেয়েছিল৷ মানুষ ভুল পথে যায়নি৷'
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর কথায়, 'দিল্লিতে দুই দলের লড়াই ছিল৷ অস্তিত্বের লড়াই ছিল কংগ্রেসের৷ উন্নয়নেই জয়ী হয়েছে আপ৷'
২০১৫ সালে কংগ্রেসের ভরাডুবির পরে রাহুল গান্ধি বলেছিলেন, 'আপ-এর থেকে কিছু একটা শিখতে হবে আমাদের৷' দুর্ভাগ্যের বিষয়, ৫ বছর পরেও তা শিখে উঠতে পারল না কংগ্রেস৷ ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ বামেদের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস কি ঘুরে দাঁড়াবে? প্রশ্নটা সহজ৷ উত্তরটা অজানা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results 2020: ৫ বছর পরেও 'হাত' খালি! দিল্লিতে ৬৭ আসনে জামানত বাজেয়াপ্ত কংগ্রেসের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement