Delhi Election Results 2020: দিল্লিতে হ্যাটট্রিকের পথে কেজরিওয়াল, যোজন পিছিয়ে বিজেপি প্রার্থী
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
Delhi Election Results 2020: কেজরিওয়ালের থেকে যোজন পিছিয়ে বিজেপি প্রার্থী সুনীল যাদব৷ এখনও পর্যন্ত যা ট্রেন্ড, নয়াদিল্লি কেন্দ্র বড়সড় ভোটে জিততে চলেছেন কেজরিওয়াল৷
#নয়াদিল্লি: ভোটের ফল প্রকাশ যতই এগোচ্ছে, দিল্লিতে স্পষ্ট হচ্ছে আপ-এর ক্ষমতা ফেরার ইঙ্গিত৷ নয়াদিল্লি কেন্দ্রে আপ প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল অনেকটাই এগিয়ে৷ কেজরিওয়ালের থেকে যোজন পিছিয়ে বিজেপি প্রার্থী সুনীল যাদব৷ এখনও পর্যন্ত যা ট্রেন্ড, নয়াদিল্লি কেন্দ্র বড়সড় ভোটে জিততে চলেছেন কেজরিওয়াল৷
৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত ৪৯টি আসনে এগিয়ে আপ৷ বিজেপি এগিয়ে ২০টি আসনে৷ কংগ্রেস একটি আসনেও খাতা খুলতে পারেনি এখনও পর্যন্ত৷
Delhi BJP Chief Manoj Tiwari: Trends indicate that there is a gap between AAP-BJP, there is still time. We are hopeful. Whatever the outcome, being the State Chief I am responsible. #DelhiElectionResults pic.twitter.com/k2G7r0OGCu
— ANI (@ANI) February 11, 2020
advertisement
advertisement
দিল্লির বাঙালিপাড়া হিসেবে পরিচিত পটপরগঞ্জ, গ্রেটার কৈলাস কেন্দ্রে অনেকটাই এগিয়ে আপ৷ গ্রেটার কৈলাসেই পড়ে চিত্তরঞ্জন পার্ক৷ ইতিমধ্যেই জয়ের উত্সব শুরু করে দিয়েছেন আপ সমর্থকরা৷ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দলের সমর্থকদের নির্দেশ দিয়েছেন, কেউ যেন বাজি না পোড়ান৷ কারণ দিল্লির দূষণ নিয়ন্ত্রণে রাখতে হবে৷
১১টি জেলায় ২১টি কেন্দ্রে চলছে ভোটগণনা৷ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ দিল্লিতে ৬৭টি আসন পেয়ে সরকার গড়েছিল৷ বিজেপি পেয়েছিল ৩টি আসন৷ কংগ্রেস একটিও আসন পায়নি৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 10:33 AM IST