Delhi Election Result : শেষবেলায় বাজিমাত দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রীর, রুদ্ধশ্বাস জয় আপ প্রার্থী মণীশ সিসোদিয়ার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
চুড়ান্ত রাউন্ডের গণনা শেষে পড়ল স্বস্তির নিশ্বাস ৷ পটপড়গঞ্জে কেন্দ্র থেকে জয়ী বলে ঘোষিত হলেন বিদায়ী ডেপুটি মুখ্যমন্ত্রী ও আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷
#নয়াদিল্লি: অবশেষে স্বস্তির নিশ্বাস ৷ একদিকে দলের বিপুল জয়ে চলছে উৎসব, অন্যদিকে দড়ি টানাটানি লড়াইয়ে মণীশ সিসোদিয়া ৷ গণনার শুরু থেকেই কখনও এগিয়ে কখনও পিছিয়ে পড়ছিলেন আপ সেকেন্ড ইন কম্যান্ড মণীশ সিসোদিয়া ৷ কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছিলেন বিজেপি প্রার্থী রবীন্দর সিং নেগি ৷ চুড়ান্ত রাউন্ডের গণনা শেষে পড়ল স্বস্তির নিশ্বাস ৷ পটপড়গঞ্জে কেন্দ্র থেকে জয়ী বলে ঘোষিত হলেন বিদায়ী ডেপুটি মুখ্যমন্ত্রী ও আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷
বেশ কিছু সময় পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকার পর ১৩ রাউন্ড শেষে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে ৩,১২৯ ভোট এগিয়ে দৌড় শেষ করলেন আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷ আপ-এর প্রথম সারি নেতা মণীশের জয়ের পরই আরও জোরালো হল আম আদমি পার্টির জয়ের উৎসব ৷ উল্লেখ্য, মণীশ সিসোদিয়াই একমাত্র রাজনৈতিক নেতা যিনি শাহিনবাগের মহিলাদের আন্দোলন প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 3:30 PM IST