Delhi Election Result : শেষবেলায় বাজিমাত দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রীর, রুদ্ধশ্বাস জয় আপ প্রার্থী মণীশ সিসোদিয়ার

Last Updated:

চুড়ান্ত রাউন্ডের গণনা শেষে পড়ল স্বস্তির নিশ্বাস ৷ পটপড়গঞ্জে কেন্দ্র থেকে জয়ী বলে ঘোষিত হলেন বিদায়ী ডেপুটি মুখ্যমন্ত্রী ও আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷

#নয়াদিল্লি: অবশেষে স্বস্তির নিশ্বাস ৷ একদিকে দলের বিপুল জয়ে চলছে উৎসব, অন্যদিকে দড়ি টানাটানি লড়াইয়ে মণীশ সিসোদিয়া ৷ গণনার শুরু থেকেই কখনও এগিয়ে কখনও পিছিয়ে পড়ছিলেন আপ সেকেন্ড ইন কম্যান্ড মণীশ সিসোদিয়া ৷ কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছিলেন বিজেপি প্রার্থী রবীন্দর সিং নেগি ৷ চুড়ান্ত রাউন্ডের গণনা শেষে পড়ল স্বস্তির নিশ্বাস ৷ পটপড়গঞ্জে কেন্দ্র থেকে জয়ী বলে ঘোষিত হলেন বিদায়ী ডেপুটি মুখ্যমন্ত্রী ও আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷
বেশ কিছু সময় পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকার পর ১৩ রাউন্ড শেষে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে ৩,১২৯ ভোট এগিয়ে দৌড় শেষ করলেন আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷ আপ-এর প্রথম সারি নেতা মণীশের জয়ের পরই আরও জোরালো হল আম আদমি পার্টির জয়ের উৎসব ৷ উল্লেখ্য, মণীশ সিসোদিয়াই একমাত্র রাজনৈতিক নেতা যিনি শাহিনবাগের মহিলাদের আন্দোলন প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Result : শেষবেলায় বাজিমাত দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রীর, রুদ্ধশ্বাস জয় আপ প্রার্থী মণীশ সিসোদিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement