Delhi Election Result : ফল ঘোষণার আগেই কি হার মেনে নিল বিজেপি? ‘হার নিয়ে আমরা ভীত নই’, ভাইরাল অমিত শাহের পোস্টার

Last Updated:

বিজেপির প্রাক্তন অধ্যক্ষ এবং কেন্দ্রীয় মন্ত্রীর ছবি দেওয়া ওই পোস্টারে বার্তা, ‘পরাজয় নিয়ে আমরা নিরাশ নই ৷’ এতেই ছড়িয়েছে চাঞ্চল্য ৷

#নয়াদিল্লি: ভোটের ফল আসার আগেই কি হার মেনে নিল বিজেপি? সোশ্যাল মিডিয়ায় অমিত শাহের একটি ভাইরাল পোস্টার দেখে উঠছে এমনই প্রশ্ন ৷ বিজেপির প্রাক্তন অধ্যক্ষ এবং কেন্দ্রীয় মন্ত্রীর ছবি দেওয়া ওই পোস্টারে বার্তা, ‘পরাজয় নিয়ে আমরা নিরাশ নই ৷’ এতেই ছড়িয়েছে চাঞ্চল্য ৷
এই মুহূর্তে ১১টি জেলায় ২১টি কেন্দ্রে চলছে ভোটগণনা ৷ কিন্তু চুড়ান্ত ফল ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপির পোস্টার ৷ কিন্তু তাতে শুধু পরাজয় নয়, লেখা জয়ের কথাও ৷ আসল পোস্টারটিতে অমিত শাহের বার্তা, ‘জয়ে আমরা অহঙ্কারী হই না, তেমন পরাজয় নিয়েও আমরা ভীত নয় ৷’ কোনও অত্যুৎসাহী রাজনীতি প্রিয় নেটিজেন এরকম টানটান উত্তেজক মুহূর্তে এমন পোস্টার সোশ্যাল মিডিয়ায় দিতেই তা ভাইরাল ৷ আসলে এই পোস্টারটি দু’বছরের পুরনো ৷ এই পোস্টার দিল্লি বিজেপির কার্যালয়ে লাগানো ছিল ৷ শাহ ছাড়াও সেখানে প্রধানমন্ত্রী মোদি সহ আরও নেতাদের উদ্ধৃতি সহ পোস্টার লাগানো রয়েছে ৷
advertisement
এখনও পর্যন্ত ৭০ আসনে দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল আম আদমি পার্টি ৷ এই মুহূর্তে ৫৪ টি আসনে এগিয়ে আপ ৷ ১৬ টি আসনে এগিয়ে বিজেপি ৷ এখনও একটি আসনও পায়নি কংগ্রেস ৷ তবে প্রথম রাউন্ড শেষে ২০১৫-এর থেকে BJP-র ভাল ফলের ইঙ্গিত মিলেছে  ৷
advertisement
আসন মাত্র ৭০। কিন্তু, সেই ৭০ আসনের দিকেই এখন দেশের নজর। কারণ ভোট যে রাজধানীতে। ২০১৪ সালে দেশ জুড়ে মোদি ঝড়ের পরের বছর এই দিল্লির ভোটেই বিজেপি ধরাশায়ী হয়। দিল্লি এবার কার? ফের কি আপের ঝাড়ু-ঝড়? না কি দিল্লির দরবারে এবার পদ্ম-চাষ? কেজরিওয়ালের কাম না কি মোদি কা নাম? জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Result : ফল ঘোষণার আগেই কি হার মেনে নিল বিজেপি? ‘হার নিয়ে আমরা ভীত নই’, ভাইরাল অমিত শাহের পোস্টার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement