Aircel-Maxis Case: স্বস্তি! দিল্লি আদালতে আগাম জামিন মঞ্জুর চিদম্বরমের
Last Updated:
Aircel-Maxis Case: আগাম জামিন মঞ্জুর করা হয়েছে পি চিদম্বরমের ছেলে কার্তিরও৷ ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন মঞ্জুর করা হয় চিদম্বরমের৷
#নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় সুপ্রিম কোর্টে আগাম জামিন মঞ্জুর না-হলেও Aircel-Maxis মামলায় দিল্লি আদালতে আগাম জামিন মঞ্জুর হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের৷ আগাম জামিন মঞ্জুর করা হয়েছে পি চিদম্বরমের ছেলে কার্তিরও৷ ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন মঞ্জুর করা হয় চিদম্বরমের৷
Aircel-Maxis মামলায় চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই ও ইডি৷ দিল্লি আদালতের বিশেষ বিচারক ও পি সাইনি পি চিদম্বরম ও কার্তির আগাম জামিন মঞ্জুর করেন এবং নির্দেশ দেন, তাঁরা যেন তদন্তে সাহায্য করেন সিবিআই ও ইডি-কে৷
আইএনএক্স মিডিয়া মামলার পাশাপাশি Aircel-Maxis দুর্নীতিতেও চিদম্বরমের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই ও ইডি৷ মরিসাসের একটি কেম্পানি ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিল এয়ারসেলে। এর জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড-এর অনুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন দেন চিদম্বরম। সিবিআইএয়ের অভিযোগ, ওই অনুমোদন মেলার পরই এয়ারসেল টেলিভেঞ্চার লিমিটেডের পক্ষ থেকে ২৬ লক্ষ টাকা দেওয়া হয় এএসসিপিএল-কে। এই এএসসিপিএলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কার্তি চিদম্বরমের।
advertisement
advertisement
আরও ভিডিও: আইএনএক্স দুর্নীতি মামলায় যে ভাবে গ্রেফতার করা হল চিদম্বরমকে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2019 2:43 PM IST