Delhi Election Results 2020: দিল্লির শাহিনবাগ-জামিয়া হারাল BJP-কে, ওখলায় জয়ী আপ

Last Updated:

Delhi Assembly Election Results 2020| দিল্লিতে ভোটের দিন সকাল থেকেই ভোটারদের বিশাল লাইন দেখা গিয়েছে শাহিনবাগে৷ বিশেষ করে মহিলারা ঘণ্টার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ঢালাও ভোট দিয়েছেন শাহিনবাগে৷

#নয়াদিল্লি: এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে গোটা দেশেই আন্দোলন চলছে৷ তার মধ্যে সবচেয়ে বড় আন্দোলনগুলির মধ্যে দুটি হল দিল্লির শাহিনবাগ ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়৷ একাধিক বার গুলিও চলেছে এই দুই আন্দোলনে৷ শাহিনবাগ ও জামিয়া বিশ্ববিদ্যালয়, দুটিই দিল্লির ওখলা বিধানসভা কেন্দ্রের আওতায় পড়ে৷ সেই ওখলা বিধানসভা কেন্দ্রে বড় জয় পেল আপ৷ ওই কেন্দ্রে জিতলেন আপ প্রার্থী আমানতুল্লা খান৷ যার নির্যাস, শাহিনবাগ হারিয়ে দিল বিজেপি-কে৷
advertisement
advertisement
দিল্লিতে ভোটের দিন সকাল থেকেই ভোটারদের বিশাল লাইন দেখা গিয়েছে শাহিনবাগে৷ বিশেষ করে মহিলারা ঘণ্টার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ঢালাও ভোট দিয়েছেন শাহিনবাগে৷ এই শাহিনবাগ আন্দোলনকেই ভোটের আগে হাতিয়ার করেছিল বিজেপি৷ অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুর থেকে প্রবেশ ভার্মা, বিজেপির প্রায় সব নেতাই শাহিনবাগ ও জামিয়ার আন্দোলনকে দেশদ্রোহী আন্দোলনের তকমা দিতে চেষ্টার কসুর করেননি৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না৷ ওখলাতে হেরেই গেল বিজেপি৷ একই সঙ্গে দিল্লিতে ফের বড়সড় জয় নিয়ে সরকার গড়তে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷
advertisement
কংগ্রেসের ভরাডুবি হলেও দিল্লিবাসীর রায়কে স্বাগত জানালেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ বললেন, 'বিজেপি ভুল বোঝাতে চেয়েছিল৷ মানুষ ভুল পথে যায়নি৷' অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন সপা নেতা অখিলেশ যাদব ও বিজেপি নেতা ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results 2020: দিল্লির শাহিনবাগ-জামিয়া হারাল BJP-কে, ওখলায় জয়ী আপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement