দিল্লির দূষণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, তিন রাজ্যের মুখ্যসচিবকে তলব

Last Updated:

আগামী বুধবার উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার মুখ্যসচিবের হাজিরা, পরিবেশমন্ত্রকের সচিবকেও আদালতে আসতে হবে

দিল্লির দূষণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
দিল্লির দূষণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: যাদের ওপর দায়িত্ব ছিল, তারা সবাই চরম ব্যর্থ। তাই দিল্লিতে নিঃশ্বাস নেওয়ারও উপায় নেই। জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা। মন্তব্য সুপ্রিম কোর্টের। কেন এই পরিস্থিতি, বুধবার তার জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট সবপক্ষকে। দূষণ নিয়ন্ত্রণে একগুচ্ছ ব্যবস্থারও নির্দেশ দিল শীর্ষ আদালত।
দিল্লিতে ভয়াবত দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা। সাত-সাতটি প্রশ্ন করেছে বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ। কোনওটারই ঠিকঠাক জবাব এল না। ক্ষোভে ফেটে পড়েন বিচারপতিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ শীর্ষ আদালতের।
শস্য পোড়ানো নিষিদ্ধ। এমন ঘটনায় ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। আধিকারিকরাও ছাড় পাবেন না।
advertisement
আগামী বুধবার উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার মুখ্যসচিবের হাজিরা। পরিবেশমন্ত্রকের সচিবকেও আদালতে আসতে হবে। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে আপাতত যে কোনও নির্মাণ নিষিদ্ধ। ওড ইভেনে দূষণ কমা নিয়ে আদালতে তথ্য দিতে হবে।
advertisement
দিল্লিতে ভয়াবহ দূষণ শীর্ষ আদালত উদ্বিগ্ন। বারেবারেই তা বুঝিয়ে দিয়েছেন বিচারপতিরা। তাদের প্রশ্ন, দূষণ পরিস্থিতি ভয়াবহ। কেউ নিরাপদ নন। সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারা নাগরিকদের অধিকার। সেটা কে নিশ্চিত করবে?
বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি অরুণ মিশ্র মন্তব্য করেন, কাজ কম, গিমিক বেশি হচ্ছে। ওড ইভেনে কী লাভ হল? শুক্রবারের মধ্যে বিস্তারিত তথ্য আদালতকে জানাতে হবে। কেন শস্য পোড়ানো বন্ধ হল না? আপনারা কি গ্যাস চেম্বার বানাতে চান?
advertisement
দিল্লি প্রশাসনের অবশ্য দাবি, ওড ইভেনে কয়েক ঘন্টাতেই দূষণ কমেছে।
দূষণের জেরবার সাধারণ মানুষ। তার মধ্যে নাটকও চলছে। ওড ইভেন না মেনে গাড়ি নিয়ে বেরোন দিল্লির এক শীর্ষ বিজেপি নেতা। তার জন্য জরিমানা করা হয় বিজয় গোয়েলকে। তাঁর হাতে গোলাপ তুলে দিয়ে গান্ধিগিরি উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লির দূষণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, তিন রাজ্যের মুখ্যসচিবকে তলব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement